জুমবাংলা ডেস্ক: প্রচণ্ড গরমের কারণে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরি স্বাক্ষরিত এক চিঠি এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘তাপ প্রবাহের সতর্কবার্তা’ বিজ্ঞপ্তিতে আগামী ৫ থেকে ৬ দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। ওই তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম ০৮ জুন বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর আগে ৫ থেকে ৮ জুন পর্যন্ত প্রাথমিকের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া প্রাথমিকের বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রতিযোগিতা অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। ইবতেদায়ি স্তরের শ্রেণি কার্যক্রম ৬ থেকে ৮ জুন বন্ধের নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ডেইলি স্টার সম্পাদককে লিগাল নোটিশ মেয়র তাপসের
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel