জুমবাংলা ডেস্ক : স্কুল ছুটি শেষে ছাত্রীরা বাড়ি ফিরছিল। তাদের গতিরোধ করে নানা ধরনের অঙ্গভঙ্গি, যৌ..ন হয়রানি এমনকি হুমকি ধমকিও দিচ্ছিল। চাঁদপুর সদরে স্কুলছাত্রীদের এভাবে উত্ত্যক্ত, যৌ..ন হয়রানিসহ শ্লীলতাহানি করার চেষ্টা করে তিন যুবক। শুধু তাই নয়, এসময় স্কুলগামী ছাত্রীদের ভয়ভীতি প্রদর্শনও করে
এমন খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তিন বখাটেকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ মে) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দি হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। এসময় আটক যুবকরা অপরাধ স্বীকার করেন।
পরে ছাত্রীদের উত্ত্যক্ত করা, অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন ও হুমকি দেওয়ার অপরাধে হামানকর্দি গ্রামের তিন বখাটের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।
কারাদণ্ডপ্রাপ্ত অপরাধীরা হলেন জুম্মান পাঠান (২৫), সিয়াম (২৩) ও কাউছার (২২)।
কারাদণ্ড দিয়ে ওই তিন যুবকের উদ্দেশ্যে বিচারক সাখাওয়াত জামিল সৈকত বলেন, ‘প্রত্যাশা করছি অপরাধের দায়ে সাজাভোগ শেষে আলোকিত জীবনে প্রত্যাবর্তন করবে তোমরা।’
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুহসীন আলম, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা। পরে দণ্ডপ্রাপ্ত তিন যুবককে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।