জুমবাংলা ডেস্ক : রাজশাহীর তানোরে স্কুল শিক্ষিকার সঙ্গে ফেসবুকে পরিচয় ও প্রেমের সূত্র ধরে এক প্রতারক ১৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় প্রতারণার শিকার ওই স্কুল শিক্ষিকা প্রতারক প্রেমিক নাজির হোসেনের (৩৭) বিরুদ্ধে তানোর থানায় মামলা করেছেন। পুলিশ রবিবার বিকালে নাজিরকে গ্রেফতার করেছে।
উপজেলার মালশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার সঙ্গে বছরখানেক আগে ফেসবুকে পরিচয় তানোর উপজেলার কলমা গ্রামের আব্দুল হামিদের ছেলে নাজির হোসেনের। সেই থেকে তাদের মেসেঞ্জারে কথা হয়। নাজির নিজেকে খুলনা মোংলাবন্দর কাস্টম অফিসার এবং অবিবাহিত বলে পরিচয় দেন।
স্কুল শিক্ষিকা তালাকপ্রাপ্ত জানার পরও নাজির বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। সর্বশেষ জমি, পুকুর ও মোটরসাইকেল কেনার নামে ৩ মার্চ ৮ লাখ ৬০ হাজার টাকা নেন। এভাবে বিভিন্ন কৌশলে প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেন।
পুরো গ্রামে বাস করে একটি মাত্র পরিবার, কারণ জানলে কেঁদে দিবেন আপনিও
স্কুল শিক্ষিকা বলেন, ২০ এপ্রিল কাজি অফিসে গিয়ে নাজিরকে বিয়ে করি। সেইদিনই আমি আমার বাবার বাড়িতে একা চলে আসি। ২৫ এপ্রিল নাজির ডাকযোগে আমার স্কুলে ও বাবার বাড়ির ঠিকানায় আমাকে ডিভোর্সলেটার পাঠান। খোঁজ নিয়ে জানতে পারি, নাজির এর আগে আরও দুটি বিয়ে করেছেন। এলাকায় প্রতারক বলে পরিচিত। সবকিছু জানার পর ১৮ লাখ টাকা চাইলে নজির আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।