বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন রকুল প্রীত সিং। বর্তমানে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটদের মত ততধিক জনপ্রিয়তা না পেলেও একাধিক বলিউড ছবিতে এরই মধ্যে নামিদামী তারকাদের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। বলিউডের প্রথম সারির অভিনেত্রী হতে হতে এবার স্কুলের শিক্ষকতার কাজ নিলেন এই সুন্দরী অভিনেত্রী। তিনি নাকি এবার স্কুলে গিয়ে যৌ* শিক্ষা দেবেন।
নানা দিক থেকে ভারতবর্ষ উন্নত হলেও এখনও যৌ*তার বিষয়ে নানা ধরনের ট্যাবু রয়েছে এই দেশে। এখনও এই দেশের মানুষের মধ্যে সেক্সের বিষয়ে খোলামেলা কথা বলতে জড়তা রয়েছে। আসলে দিনের পর দিন এই দেশে যৌ*তার বিষয়টিকে এমন ভাবে উপস্থাপন করা হয়ে এসেছে যেন এটা কোনও অপরাধ। তবে এই নিয়ে খোলামেলা কথা হওয়া জরুরি। সেই সঙ্গে যৌ* শিক্ষা থাকাটাও প্রতিটি মানুষের জন্য প্রয়োজন।
এবার যৌ*তা এবং সে*র গুরুত্ব সম্পর্কে বোঝাতে স্কুলে শিক্ষকতার দায়িত্বটি নিলেন রকুল। যত বড় স্কুল হোক না কেন, কিশোর-কিশোরীরা যদি এই সম্পর্কে কিছু জানতেও চায় তাহলেও তাদের হয় উল্টোপাল্টা ধারণা দেওয়া হয় আর নয় তো, বকে ধমকে চুপ করিয়ে দেওয়া হয়ে থাকে। স্কুল কিংবা বাড়ি সর্বত্রই একই দৃশ্য চোখে পড়ে। তবে রকুল এবার ছাত্র-ছাত্রীদের সঙ্গে এই বিষয়ে খোলামেলা আলোচনা করবেন।
খুব শীঘ্রই জি ফাইভে আসছে রুকুল প্রীত সিংয়ের নতুন ছবি ‘ছত্রিওয়ালি’। এই ছবিতে একজন স্কুল শিক্ষিকার ভূমিকায় অভিনয় করবেন অভিনেত্রী। কিছুদিন আগেই ইনস্টাগ্রামে ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবির ট্রেলার শেয়ার করার পর ক্যাপশনে এই ওটিটি প্ল্যাটফর্মের তরফ থেকে লেখা হয়েছে, “যদি সেক্সের শিক্ষা পুরো না পেয়ে থাকেন, তাহলে জানাই ‘ছত্রিওয়ালি’ আসছে সেটা পূরণ করতে।”
নতুন এই প্রোমোতে শুরুতে দেখা যাচ্ছে একজন ছাত্র তার শিক্ষককে প্রশ্ন করছে “জনসংখ্যা কীভাবে বাড়ে স্যার?” উত্তরে ওই শিক্ষক খানিক ইতস্তত করে বলেন, “যখন একটি পাখি আরেকটি পাখির উপর বসে তখনই জনসংখ্যা বাড়ে।” স্যারের উত্তর শুনে ছাত্র বলে, “যদি আমি আমার বন্ধুর ঘাড়ে গিয়ে উঠে বসি তাহলে পপুলেশন হবে?”
এই ছবিতে রকুলপ্রীত একজন শিক্ষিকা হিসেবে ব্যক্তিগত জীবন এবং সুস্থ পারিবারিক জীবনের জন্য যৌ*শিক্ষার প্রয়োজনীয়তা বোঝাবেন ছাত্র-শিক্ষক উভয়কেই। এই ছবিতে রকুলের প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন সুমিত ব্যাস। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২০শে জানুয়ারি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।