মাহাবুর রহমান : গাজীপুরের কাপাসিয়ার ঢাকা টু কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে অনন্যা পরিবহন ( ঢাকা মেট্রো-ঘ ১৪-৪৬১৬) বাস চাপায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে প্রতিষ্ঠান থেকে কাপাসিয়া উপজেলায় আসার পথে তরগাও ইউনিয়নের ধলাঘর এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে। ঘাতক বাস চালক ও হেল্পার পলাতক রয়েছে। এ নিউজ লেখা পর্যন্ত বাস চালক ও হেল্পারের নাম জানাযায়নি।
জানা গেছে, বস চাপায় নিহত সাইফুল ইসলাম (৫৮) উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি তরগাও ইউনিয়নের মৈশন এলাকার সুলতান উদ্দীন মোক্তারের বড় সন্তান। তার এক ছেলে একটি কন্যা সন্তান ও স্ত্রী রয়েছে।
ওই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক এনামুল হুদা ঘাতক বাস চালককে গ্রেফতার নিশ্চিত করে দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সিএনজি যাত্রী তারিনা আক্তার জানান, আমি সিএনজি করে পেচুরদিয়া বোনের বাড়ি যাচ্ছিলাম। ওই সময় আমাদের সিএনজি’র পিছনে থাকা অনন্যা পরিবহন বসটি ওভারট্যাক করতে গিয়ে মোটরসাইকেলের উপর উঠিয়ে দেয়। এতে মোটরসাইকেল সহ লোকটি সড়কে পরে যায় এবং গুরুতর আহত হয়। ওই মূহুর্তে বসটি আমার সিএনজিকেও চাপ দেয়। এতে সিএনজি ড্রাইভার মোশাররফ আহত হলে আমি আমরাইদ একটি হাসপাতালে নিয়ে যাই। এখন সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিক্ষককে মৃত ঘোষণা করেন।
কাপাসিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানায়, সড়ক দুর্ঘটনায় পাঁচুয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনায় অনন্যা পরিবহন নামের একটি বাস থানায় জব্দ রয়েছে। লাশ বিনাময়না তদন্তে ফেরত দেওয়ার দাবি জানাচ্ছে পরিবার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।