বিনোদন ডেস্ক : কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল ঐশ্বরিয়া রাইবচ্চন এবং অভিষেক বচ্চনের কন্যা আরাধ্যার একটি ভিডিও। সেই ভিডিওতে আরাধ্যাকে দেখা গিয়েছিল একটি কবিতা পাঠ করতে। হিন্দি পাঠের মধ্য দিয়েই আরাধ্যা সেই ভিডিওতে বলে, যেকোনো ভাষা শেখার জন্য কেন কবিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়, তাহলে কি এই ভিডিও স্কুল থেকেই ছড়িয়ে পড়েছে? কারণ সেই ভিডিওতে আরাধ্যাকে স্কুলের পোশাকে দেখা গিয়েছিল।
এর পাশাপাশি অনেকে প্রশ্ন তোলেন, এমন তারকা পরিবারের কন্যার যদি ব্যক্তিগত ভিডিও গোপন না থাকে, তাহলে সাধারণ বাড়ির মেয়েদের কী হবে? কিন্তু সত্যিই কোথা থেকে ছড়িয়েছে এই ভিডিও? অবশেষে এই প্রসঙ্গে মুখে খুললেন অভিষেক বচ্চন। তাঁর সাফ বক্তব্য, এটি স্কুল থেকে ছড়িয়ে পড়েনি।
তাহলে কিভাবে? অভিষেক ইঙ্গিত দিয়েছেন, এঠি ছড়িয়ে পড়েছে তাঁদের পরিবারের কারো থেকেই। এবং সেটিও সম্মতিক্রমেই। তাঁর কথায়, আরাধ্যা দুই অভিনেতা-অভিনেত্রীর কন্যা এবং দুই অভিনেতা-অভিনেত্রীর নাতনি।
ফলে তার দিকে যে ক্যামেরার নজর থাকবে, তাতে বিস্ময়ের কিছু নেই। আর এই ভিডিওতে এটাই পরিষ্কার, আরাধ্যা নিজের সংস্কৃতি সম্পর্কে পরিবার এবং মায়ের থেকে সুশিক্ষাই পাচ্ছে। অভিষেকের মন্তব্যে আপাতত সব কিছু থামল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।