বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : একটি নতুন ধরনের অক্সিজেন আবিষ্কারের কথা জানালেন বিজ্ঞানীরা। জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজির পারমাণবিক পদার্থবিদ ইয়োসুকে কোন্ডোর নেতৃত্বে অক্সিজেনের নতুন আইসোটোপ অক্সিজেন-২৮ আবিষ্কার হয়। এ সংক্রান্ত গবেষণাটি বিজ্ঞানবিষয়ক সাময়িকী ন্যাচারে প্রকাশ করা হয়েছে।
যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ায় ভর সংখ্যা অসমান, তাদের একে অপরের আইসোটোপ বলে। একটি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত নিউক্লিয়ন নামক উপ-পরমাণু কণা থাকে। একটি উপাদানের পারমাণবিক সংখ্যা এটির প্রোটনের সংখ্যা দ্বারা নির্ধারণ করা হয়, তবে নিউট্রনের সংখ্যা পরিবর্তিত হতে পারে। অক্সিজেনের পরমাণুতে ৮টি প্রোটন রয়েছে তবে এর নিউট্রনের সংখ্যা ভিন্ন রকম হতে পারে।
গবেষকরা বলছেন, অক্সিজেন-২৮-এ অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে সবচেয়ে বেশি সংখ্যক নিউট্রন দেখা যায়। এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ভারী অক্সিজেন। অক্সিজেন-২৮ আবিষ্কারটি ভবিষ্যতের পারমাণবিক পরীক্ষা এবং তাত্ত্বিক গবেষণার অগ্রগতিতে সহায়তা করবে।
গবেষণায় বলা হয়, অক্সিজেন-২৮ নামের অক্সিজেনের নতুন ধরনটির পরমাণুতে ৮টি প্রোটনের সঙ্গে ২০টি নিউট্রন রয়েছে।
আমাদের নিঃশ্বাসের জন্য যে অক্সিজেন দরকার হয় সেটি অক্সিজেন-১৬ ধরনের। পৃথিবীর বেশিরভাগ অক্সিজেনই এ ধরনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।