বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : প্রথমবারের মতো পৃথিবী থেকে নেপচুনের ওপর রহস্যময় কালো বিন্দু দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। এসব বিন্দু চিহ্নিত করতে ইউরোপের গবেষণা সংস্থা ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির (এসো) তৈরি ভেরি লার্জ টেলিস্কোপের (ভিএলটি) সহায়তা নিয়েছে।
এর মধ্যে আকারে বিশাল একটি বিন্দু পরীক্ষা করতে গিয়ে বিজ্ঞানীরা দেখেন, ওই বড় বিন্দুর পাশে আকারে তুলনামূলক ছোট ও উজ্জ্বল আরেকটি বিন্দু দেখা যাচ্ছে। এমন বিন্দু তারা এর আগে কখনোই দেখেননি। নেপচুনের নীলচে বায়ুম-লে কেন এমন বিন্দু তৈরি হলো, সে সম্পর্কে কোনো ধারণা নেই বিজ্ঞানীদের। তবে তারা আশা করছেন, এই বিষয়ে নতুন পর্যবেক্ষণ এলে তা এর সংশ্লিষ্ট তথ্য পেতে সহায়ক হবে।
ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের অধ্যাপক এবং এই গবেষণার প্রধান তদন্তকারী প্যাটফিক আরউইন বলেন, গ্রহটির মেঘগুলো সরে যাওয়ার কারণে এসব কালো বিন্দুর উৎপত্তি ঘটে।
এসব বিন্দু তখনই গঠিত হয় যখন গ্রহটির বায়ুকণাগুলো বায়ুম-লে বরফ ও কুয়াশার মিশ্রণ ঘটিয়ে বিন্দুর মূল স্তরের নিচে থাকা স্তরকে অন্ধকার করে ফেলে। এসব বিন্দু সম্পর্কে ধারণা পাওয়া কিছুটা জটিল। কারণ, এগুলোর উৎপত্তির মতোই গ্রহের পৃষ্ঠ ছেড়ে এদের চলে যাওয়ার বিষয়টি রহস্যজনক। আর এগুলো টেলিস্কোপের মাধ্যমে নির্ণয় করতে হয় বলে গবেষকরাও সহজে এদের পরীক্ষা চালাতে পারছেন না।
এর আগে এসব বিন্দু দেখার জন্য নভোযান পাঠাতে বাধ্য হন বিজ্ঞানীরা। আর বিন্দুগুলো প্রথম চিহ্নিত করা হয় ১৯৮৯ সালে, যখন নেপচুন গ্রহের পাশ দিয়ে উড়ে গিয়েছিল নাসার ‘ভয়েজার ২’ মহাকাশযান। তবে এর কয়েক বছর পরই হারিয়ে যায় এটি। -দ্য ইন্ডিপেন্ডেন্ট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।