Seamless Update System অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এ ফিচার থাকার সুবিধা হচ্ছে যখন অপারেটিং সিস্টেমের আপডেট ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড ও ইনস্টল হবে তখন আপনি একই সাথে স্মার্টফোনে গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে পারবেন।
Seamless Update এর জন্য স্মার্টফোনে A/B পার্টিশন সিস্টেম থাকতে হবে। এটিকে ডুয়েল পার্টিশন সিস্টেম বলা যেতে পারে। আমাদের কম্পিউটারের হার্ডডিস্ক এ যেমন একাধিক পার্টিশন থাকে তেমনি স্মার্টফোনেও কাজের সুবিধার্থে স্টোরেজ এর মধ্যে পার্টিশন থাকে।
বুট, সিস্টেম, রিকভারি, ক্যাশ, এবং ডাটা; এ পাঁচ ধরনের তথ্যের জন্য স্মার্টফোনের স্টোরেজের মধ্যে আলাদা পার্টিশন করা থাকে। সাধারণত স্মার্টফোনে A পার্টিশন সিস্টেম দেওয়া থাকে। এটিকে সিঙ্গেল পার্টিশন সিস্টেমও বলা যেতে পারে। কিন্তু সিমলেস আপডেট সেস্টেমের জন্য ডুয়েল পার্টিশন সিস্টেম আবশ্যক।
সিঙ্গেল পার্টিশন সিস্টেমের সমস্যা হচ্ছে এখানে সিমলেস আপডেট সাপোর্ট করবে না। এর ফলে যখন অপারেটিং সিস্টেমের আপডেট আসবে তখন তা ইনস্টল করার জন্য মোবাইল রিস্টার্ট নেবে।
বুট অপশনে ইন্সটল করার সময় যদি কোন সমস্যা হয় তাহলে আপনি আর অপারেটিং সিস্টেমে ফিরে যেতে পারবেন না। হ্যান্ডসেটের সব ডাটা মুছে যাবে। মোবাইলটি রিপেয়ার করার জন্য কাস্টমার সেন্টারে যাওয়া বাদে উপায় থাকবে না।
কিন্তু সিমলেস আপডেট সিস্টেমে এ ধরনের কোন সমস্যা ফেস করতে হবে না। কোন কারনে অপারেটিং সিস্টেমের আপডেট না হলে আপনি পূর্বের ভার্সনটি অনায়াসে ব্যবহার করতে পারবেন।
সিমলেস আপডেট ফিচারের আইডিয়া সর্বপ্রথম গুগল নিয়ে এসেছে। গুগল পিক্সেল স্মার্টফোনে সর্বপ্রথম এটির বাস্তবায়ন করা হয়। এরপর থেকে এই ফিচারটি বেশ জনপ্রিয় হয়। অত্যাধুনিক সব অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে এখন এই সুবিধা দেওয়ার চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।