বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ওপেনএআই চ্যাটজিপিটিতে উন্মুক্ত করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সার্চ ইঞ্জিন। পেইড ব্যবহারকারীরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এআই সার্চ ইঞ্জিন বিনা মূল্যের, শিক্ষাপ্রতিষ্ঠানের এবং এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্যও চালু করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। নতুন এ সুবিধা চালুর ফলে চ্যাটজিপিটির গ্রাহক এবং সার্চজিপিটি ব্যবহারকারীরা এখন চ্যাটজিপিটি ব্যবহারের সময় ওয়েব থেকে সরাসরি হালনাগাদ তথ্য পাবেন।
বর্তমানে চ্যাটজিপিটির ওয়েবসাইট, আইওএস, অ্যান্ড্রয়েড, ম্যাকওএস ও উইন্ডোজ প্ল্যাটফর্মে চ্যাটজিপিটি প্লাস এবং টিম ব্যবহারকারীরা এই সুবিধা ব্যবহার করতে পারছেন। চ্যাটজিপিটি এর আগে এআই সার্চ ইঞ্জিন আনার ঘোষণা দেয়। তখন ধারণা করা হয়েছিল, সার্চ জিপিএ নামে আলাদা কোনও অ্যাপকেশন চালু করবে ওপেনএআই। কিন্তু অন্য কোনও অ্যাপ না এনে চ্যাটজিপিটিতেই নতুন সার্চ ইঞ্জিন যুক্ত করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের প্রশ্নের ওপর ভিত্তি করে চ্যাটজিপিটি নিজে থেকেই ওয়েবে তথ্য খুঁজবে অথবা ব্যবহারকারী ওয়েব সার্চ আইকনে ক্লিক করে সার্চ করতে পারবেন।
এই সুবিধার ফলে চ্যাটের মধ্যেই ব্যবহারকারীরা ওয়েব থেকে প্রাসঙ্গিক তথ্য খুঁজে পেতে পারবেন। এছাড়া ব্যবহারকারী চাইলে ম্যানুয়াল সার্চ সুবিধাও ব্যবহার করতে পারবেন। ফলে ওপেনএআইয়ের নতুন এই সার্চ সুবিধা মাইক্রোসফটের কো-পাইলট বা গুগলের জেমিনির মতো এআই মাধ্যমের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হবে। জানা গেছে, এই সার্চ প্রযুক্তিটি বিভিন্ন সার্চ মডেলের সমন্বয়ে তৈরি করা হয়েছে। ওপেনএআই জানিয়েছে, এই সার্চ সুবিধায় ব্যবহৃত মডেলটি জিপিটি-৪–এর একটি বিশেষ উন্নত সংস্করণ। জুলাই মাসে প্রথমে প্রায় ১০ হাজার ব্যবহারকারীকে এই সুবিধা পরীক্ষামূলকভাবে ব্যবহার করার সুযোগ দেওয়া হয়।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।