সাত বছর পর গুগল ডোমেইন নিয়ে বড় সুখবর

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ২০১৪ সালে গুগল ডোমেইন চালুর সাত বছরেরও বেশি সময় পরে অবশেষে বেটা ট্যাগ আর থাকছে না পরিষেবাটিতে। সম্প্রতি গুগল জানায়, পরিষেবাটি বর্তমানে ২৬টি দেশে কার্যকর আছে।

এরই মধ্যেই কয়েক কোটি সক্রিয় নিবন্ধন আছে গুগল ডোমেইনে। গুগল ডোমেইন দিয়ে নিবন্ধন করলে ৩০০টি ভিন্ন ডোমেইন পাওয়া যাবে। পাশাপাশি গুগলের নিজস্ব ব্যবহূত ডিএনএস পরিষেবা ব্যবহার করা যাবে।

এছাড়া ডোমেইনএস২০ কোড ব্যবহার করে নতুন ব্যবহারকারীরা একটি ডোমেইন নিবন্ধনের জন্য ২০ শতাংশ ছাড় পাবেন।

তবে গুগল ডোমেইন ব্যবহার করে নিবন্ধনের ক্ষেত্রে অবশ্যই ব্যবহারকারীর নিজস্ব একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। খবর দ্য ভার্জ।

জেনে নিন স্মার্টফোন কতদিন পরপর ও যেভাবে পরিষ্কার করবেন