বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মহাবিশ্বে অগুনতি নক্ষত্রপুঞ্জ রয়েছে। যেখানে অনেকগুলি সূর্য অবস্থান করছে। সেই নক্ষত্রপুঞ্জের মাঝখানে থাকে কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল। নিকষ কালো সেই ব্ল্যাক হোলের ভিতরে কিছু দেখা যায়না। সেখানে একাধিক সূর্যও হারিয়ে যেতে পারে।
নক্ষত্রপুঞ্জের সেই ব্ল্যাক হোলও যে হারিয়ে যেতে পারে আর তার পিছনে নক্ষত্রপুঞ্জেরই হাত থাকে তা এবার জানতে পারলেন বিজ্ঞানীরা।
নক্ষত্রপুঞ্জে প্রচুর গ্যাস ও ধুলোর সৃষ্টি হয়। তার পরিমাণ এতটাই বিশাল যে তা ভাবনার অতীত। এসব তৈরি হয় নতুন নক্ষত্র সৃষ্টি বা কোনও পুরনো নক্ষত্রের জীবনকাল শেষ হওয়ার সময়।
সেই বিপুল পরিমাণ গ্যাস ও ধুলো ওই নক্ষত্রপুঞ্জে এক আস্তরণ তৈরি করে। যা ঢেকে ফেলে নক্ষত্রপুঞ্জের মাঝখানে থাকা কৃষ্ণগহ্বর বা কোয়াজারকে।
এই গ্যাস ও ধুলোর কুণ্ডলী গোলাকার ভাবে ঢেকে ফেলে কৃষ্ণগহ্বরকে। এই গোলাকার ধুলো ও গ্যাসপুঞ্জের মাঝে থাকে একটি গোলাকার গর্তের মত। কৃষ্ণগহ্বরটি যে ওই নক্ষত্রপুঞ্জে রয়েছে তা জানতেও পারা যায়না। তা গ্যাস ও ধুলোয় ঢাকা পড়ে যায়।
এভাবে নক্ষত্রপুঞ্জের কৃষ্ণগহ্বরকে লুকিয়ে ফেলায় যে ওই নক্ষত্রপুঞ্জের তৈরি গ্যাস ও ধুলোর হাত থাকে সে সম্বন্ধে এখন একটা স্পষ্ট ধারনা পেলেন বিজ্ঞানীরা। ব্রিটেনের ডারহাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই নিয়ে খতিয়ে দেখতে গিয়ে কৃষ্ণগহ্বর লুকিয়ে ফেলার রহস্য সম্বন্ধে জানতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।