জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ শনিবার বেলা ৩টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি মৌসুমে সারা দেশেরও সর্বোচ্চ তাপমাত্রা এটি।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, আজ শনিবার বেলা ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গত ১ এপ্রিল থেকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ।
টানা ছয়দিন চুয়াডাঙ্গায় তাপপ্রবাহ চলমান থাকায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। সকাল ৯টায় পর থেকেই রোদের তাপ বাড়তে থাকে। বেলা ১০টার পর থেকে রোদে বেশিক্ষণ থাকা কষ্টকর হয়ে পড়ে। ঈদের কেনাকাটা নিয়ে মানুষ ব্যস্ত থাকলেও দুপুরের দিকে মার্কেটগুলোতে ভিড় কম দেখা গেছে। অনেকে রোদের মধ্যে বের না হয়ে সন্ধ্যার পর কেনাকাটা করেছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান খোকন বলেন, ‘এ সময় শিশুদের দিকে বাড়তি নজর রাখা দরকার। লক্ষ্য রাখতে হবে যাতে কোনোক্রমেই তাদের বেশি গরম না লাগে। ঘাম হলে মুছে দিতে হবে। টাটকা খাবার খাওয়াতে হবে। তিন চার ঘণ্টা আগে রান্না করা খাবার শিশুদের খাওয়ানো যাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বয়স্কদের ঘরের বাইরে না যাওয়া ভালো।’
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান আরও জানান, এপ্রিল মাসের শুরু থেকেই চুয়াডাঙ্গার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ১ এপ্রিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ২ এপ্রিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ৩ এপ্রিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ৪ এপ্রিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ৫ এপ্রিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজ ৬ এপ্রিল চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামীকাল রোববার ও পরশু সোমবার খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।