জুমবাংলা ডেস্ক : আমবয়ান ও নসিহতের পাশাপাশি আল্লাহর নৈকট্য লাভের আশায় আমলে ব্যস্ত বিশ্ব ইজতেমায় আসা লাখ লাখ মুসল্লি। ৫৭তম বিশ্ব ইজতেমায় আগামীকাল রোববার আখেরি মোনাজাতকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের ঢল নেমেছে টঙ্গীর তুরাগ তীরে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনও মানুষ আসছেন ইজতেমায়। তাদের উদ্দেশ্য আখেরি মোনাজাতে অংশ নেয়া। আগামীকাল সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত হতে পারে বলে জানিয়েছেন ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বিরা।
আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ময়দানে দ্বিতীয় দিনের বয়ান করছেন মুরুব্বিরা। বিকেলে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। আগামীকাল আখেরি মোনাজাতের সময় আজ পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে। আখেরি মোনাজাতে প্রায় ১০ লাখ মুসল্লি অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
আখেরি মোনাজাতকে কেন্দ্র করে আজ রাত থেকেই যান চলাচলে সীমিত করা হবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ৷
এদিকে জোহরের নামাজের পর আমবয়ান করবেন মাওলানা ইসমাইল গোধরা। এ ছাড়া আজ আসরের নামাজের পর যৌতুকবিহীন বিয়ের ব্যবস্থা করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। মাগরিবের নামাজের পর আবারও শুরু হবে বয়ান। এভাবেই চলবে এশার নামাজ পর্যন্ত।
এদিকে এখন পর্যন্ত নানা অসুস্থতাজনিত কারণে প্রথম পর্বের ইজতেমায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।