বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ২০২৩ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে ১৪ অক্টোবর (শনিবার)। এটিই বছরের শেষ সূর্যগ্রহণ।
স্থানীয় সময় মঙ্গলবার (৮ আগস্ট) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণটি অমাবস্যায় পড়ছে। ১৪ অক্টোবর ভারতীয় সময় রাত ৮টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে। শেষ হবে রাত সোয়া ২টায়। ফলে, এই গ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না।
প্রতিবেদনে আরও বলা হয়, ১৪ অক্টোবরের সূর্যগ্রহণ দক্ষিণ আমেরিকার ব্রাজিল, বাহামাজ, ডমিনিকা, আমেরিকা, কানাডা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, মেক্সিকো, গুয়েতেমালা, আর্জেন্টিনা, কিউবা পেরু ও উরুগুয়ে থেকে দেখা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।