বিনোদন ডেস্ক : ইউটিউবকেন্দ্রিক নাটকে বেশ দর্শকচাহিদা রয়েছে অভিনেত্রী অহনা রহমানের। গত সেপ্টেম্বরে জিয়াউদ্দিন আলমের পরিচালনায় অহনার অভিনীত ‘প্রবাসীর স্ত্রী’ নামে একটি নাটক প্রচার হয়।
নাটকটি থেকে দর্শক সাড়া পাওয়ায় এবার নির্মিত হয়েছে এর সিকুয়েল, এমনটাই জানিয়েছেন নির্মাতা। ‘প্রবাসীর স্ত্রী-২’ নামে দ্বিতীয় কিস্তির নির্মাণ কাজ শেষ হয়েছে। নাটকটিতে প্রবাসীর স্ত্রী নিরুর চরিত্রে অভিনয় করেছেন অহনা।
নাটকটিতে দেখা যাবে, নিরুর জীবনের এক কষ্টের কাহিনী। মিথ্যা অপবাদ ও শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয় নিরু। প্রবাসী স্বামী এক পর্যায়ে তার সন্তানকেও অস্বীকার করে। এরকম অনেক করুণ কাহিনীর ভিতর দিয়েই গল্প এগিয়ে যাবে।
এ প্রসঙ্গে অহনা বলেন, ‘প্রথম কিস্তির গল্পের সঙ্গে দর্শক খুব মানিয়ে নিয়েছিলেন। এটা আসলে আমাদের সমাজেরই গল্প। তাই দর্শকদের আকৃষ্ট করতে পেরেছে। সবাই চাইছিলো এর দ্বিতীয় কিস্তি। আমার কাছে মনে হয়েছে দর্শকদের আর অপেক্ষায় রাখা ঠিক হবে না। তাই আবারও অভিনয় করলাম।’
পটুয়াখালীর মেয়ে অহনা মিরপুর গার্লস হাইস্কুল থেকে মাধ্যমিক পাস করেন। ঢাকা কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করার পর বিবিএ কোর্সে ভর্তি হন। ২০০৭ সালে শোবিজ অঙ্গনে পা রাখেন। ক্যারিয়ার গড়েন মডেল ও অভিনয়ে। টিভি নাটকের পাশাপাশি ওয়েব সিরিজ এবং সিনেমাতেও অভিনয় করেছেন অহনা রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।