লাইফস্টাইল ডেস্ক : চানাচুর চুরি করে খাওয়ার মধ্যে একটা মজা রয়েছে। বাড়ির আর সব খাবারেযতই ঝাল লাগুক না কেন চানাচুরে কিন্তু কখনই ঝাল লাগে না। কী ভাবে এই টেস্টি চানাচুর বানাবেন বাড়িতেই দেখুন রেসিপি
চিকন চানাচুর তৈরির উপকরণঃ
– বেসন আধা কাপ,
– লবণ স্বাদমতো,
– হলুদের গুঁড়া কোয়ার্টার চামচের কম,
– পানি ৪ টেবিল চামচ,
– সয়াবিন তেল আধা চা চামচ,
– তেল ভাজার জন্য।
চানাচুরের মসলা তৈরির উপকরণঃ
– মরিচের গুঁড়া আধা চা চামচ,
– চাট মসলা ১ টেবিল চামচ,
– ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ,
– বিট লবণ আধা চা চামচ।
অন্যান্য উপকরণঃ
– চটপটির ডাল আধা কাপ,
– খোসা ছাড়ানো বুটের ডাল আধা কাপ,
– কাঁচা বাদাম কোয়ার্টার কাপ,
– চিড়া কোয়ার্টার কাপ।
চটপটির ডাল- আধা কাপ
খোসা ছাড়ানো বুটের ডাল- আধা কাপ
কাঁচা বাদাম- কোয়ার্টার কাপ
চিড়া- কোয়ার্টার কাপ।
প্রস্তুত প্রণালীঃ প্রথমে বুন্দিয়া তৈরির সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নরমাল টেম্পারেচারের পানি দিয়ে ব্যাটার তৈরি করুন। আধা কাপের মতো পানি দিতে হবে। খানিকটা পাতলা হলে ব্যাটার। ছিদ্রযুক্ত চামচ তেলে ডুবিয়ে তেল ঝড়িয়ে নিন।
এবার প্যানের তেলের উপর চামচ দিয়ে দিয়ে অল্প অল্প করে পাতলা ব্যাটার ঢালতে থাকুন। চামচ ঘুরিয়ে ঢালবেন যেন সম্পূর্ণ প্যানে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে। চুলার আঁচ থাকবে মিডিয়াম থেকে লো। ধীরেধীরে ভেজে তুলুন বুন্দিয়া।
চিকন চানাচুর তৈরির জন্য সয়াবিন তেল বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি একটু ঘন হবে। সব উপকরণ মিশে গেলে সয়াবিন তেল মেশান। চিকন চানাচুর তৈরির জন্য লাগবে কেচাপের বোতল। কেচাপের বোতল না থাকলে পাইপিং ব্যাগে গোলা নিয়ে মাথার অংশে সামান্য ছিদ্র করে নিন। তেলের উপর ঘুরিয়ে ঘুরিয়ে ফেলুন ঘন গোলা। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভাজুন। একসঙ্গে লেগে যাবে চিকন চানাচুর। একসঙ্গেই তুলে ফেলুন।
বেসনের গোলা ছিদ্রওয়ালা চামচের উপর ঘষে ঘষে তেলে ফেলুন। এটা খানিকটা মোটা হয়ে পড়বে। ভাজা হয়ে গেলে ঝাঁঝরি দিয়ে তুলে ফেলুন। চটপটির ডাল পানিতে ভিজিয়ে রাখুন ৪ থেকে ৫ ঘন্টা। ভালো করে ধুয়ে শুকিয়ে নিন ডাল যেন কোনও পানু লেগে না থাকে ডুবো তেলে ভেজে নিন ডাল।
খোসা ছাড়ানো বুটের ডাল ও একইভাবে ভিজিয়ে ধুয়ে শুকিয়ে নিন। ডুবো তেলে ভাজুন। তেলে ভেজে নিন বাদাম ও চিড়া। চিড়া ভাজার সময় এক চিমটি হলুদ দিয়ে নেবেন।
চানাচুরের মসলা তৈরির সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। বড় একটি পাত্রে চিকন চানাচুর ভেঙ্গে নিন। এরপর একে একে সব ভাজা উপকরণ মিশিয়ে দিন। সবশেষে চানাচুরের মসলা দিয়ে দিন। স্বাদমতো দেবেন মসলা। মুখবন্ধ বয়ামে ৩ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন চানাচুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।