জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের বেলকুচিতে ইউনিয়ন পরিষদ ফোরাম ও পৌর ছাত্রলীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় উপজেলার চালা বাসস্ট্যান্ড এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বুধবার রাতে বিষয়টি মাইকে প্রচার করেছে থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার (৯ জুন) সকালে চালা বাসস্ট্যান্ড এলাকায় ইউনিয়ন পরিষদ ফোরাম মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। একই সময় একই স্থানে পৌর ছাত্রলীগও একই কর্মসূচি আহবান করেছে।
পাল্টাপাল্টি কর্মসূচিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশংকায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।
বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, ১৪৪ ধারা জারির বিষয়টি রাতে মাইকিং করে সকলকে জানানো হয়েছে।
জানা যায়, গত ৫ জুন বিকেলে পূর্ব শত্রুতার জের ধরে বেলকুচি পৌর এলাকার মাজেমের ঢাল এলাকায় উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া ও প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদারকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদসহ ৭ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।
হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা ইউনিয়ন পরিষদ ফোরাম বৃহস্পতিবার সকালে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা করে। এরপর পাল্টা কর্মসূচি ঘোষণা দেয় পৌর ছাত্রলীগ।
দুই শ্যালকের স্ত্রীর বিরুদ্ধে দুলাভাইয়ের বিশেষ অঙ্গ কর্তনের অভিযোগ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।