‘র’ অফিসারের ভূমিকায় পাকিস্তানি সীমা হায়দার

সীমা হায়দার

বিনোদন ডেস্ক: কথায় আছে, প্রেম মানে না কোনও বাধা। সেই প্রেমের টানেই পাকিস্তান থেকে পালিয়ে ভারতে এসেছেন সীমা হায়দার। সঙ্গে চার সন্তানকেও নিয়ে এসেছেন। প্রেমিক সচিনের সঙ্গেই নতুন সংসার পেতেছেন পাক বধূ সীমা।

সীমা হায়দার

তাদের নিয়ে এখনও আগ্রহ-আলোচনার অন্ত নেই। এদিকে পুলিশের সন্দেহ, পাকিস্তানি গুপ্তচর হতে পারে সীমা। সেই জন্য ইন্টেলিজেন্স ব্যুরো ও উত্তর প্রদেশ এটিএস লাগাতার জেরা চালাচ্ছে। এরই মধ্যে সীমার জনপ্রিয়তাকে কাজে লাগাতে এবার আসরে নামল বলিউড।

সব ঠিকঠাক থাকলে হয়তো রুপোলি পর্দায় দেখা যাবে পাকিস্তান থেকে পালিয়ে আসা সীমা হায়দারকে। জানা গিয়েছে, বি-টাউনের প্রযোজক অমিত জানি নিজের ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন সীমাকে।

সূত্রের খবর, জানি ফায়ারফক্স প্রোডাকশন হাউসের তরফে ইতিমধ্যেই সীমা হায়দারের সঙ্গে দেখা করা হয়েছে। মঙ্গলবার গ্রেটার নয়ডায় তার অডিশনও নেওয়া হয়। ওই সিনেমার নাম ‘অ্যা টেলর মার্ডার স্টোরি’।

উদয়পুরে কানাইয়া লাল নামক এক জামা-কাপড় সেলাই করার পেশার সঙ্গে যুক্ত যুবকের খুন, যা ঘিরে দেশজুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল, তার উপরই ভিত্তি করে এই সিনেমা তৈরি করা হচ্ছে।

চিঠি নিয়ে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাবে ড্রোন

ওই প্রযোজনা সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে, সীমা যদি রাজি হন, তবে তিনি এই সিনেমায় ‘র’ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। এদিকে পুলিশের সন্দেহ, পাকিস্তান থেকে পালিয়ে আসা সীমা আইএসআই এজেন্ট। সীমার পাশাপাশি তার স্বামী সচিনও প্রযোজনা সংস্থা এবং সিনেমার দুই পরিচালকের সঙ্গে দেখা করেছেন।