জুমবাংলা ডেস্ক : ভারতে পাচারকালে একটি ট্রাকসহ সাড়ে ২৪ লাখ জন্মনিয়ন্ত্রণের বড়ি আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরের পাকাপুল সংলগ্ন পাওয়ার হাউজের সামনে থেকে এসব আটক করা হয়। ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে গেছে।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক বিশ্বজিৎ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারতে পাচারের জন্য বিপুল পরিমাণ জন্মনিয়ন্ত্রক পিল একটি ট্রাকে করে সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে খবরে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকের ভেতর থেকে কার্টনে রাখা ২৪ লাখ ৬৪ হাজার সরকারি জন্মনিয়ন্ত্রণ পিল (মায়াবড়ি) উদ্ধার করা হয়।
উদ্ধার করা পিলগুলো বাজারমূল্য প্রায় আট লাখ টাকা বলে পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।
তিনি আরও বলেন, ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। এই ঘটনায় সদর থানার এএসআই মনির হোসেন বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।