মোটরসাইকেল কিনতে বাড়ি বিক্রি!

আন্তর্জাতিক ডেস্ক : কথায় আছে শখের দাম লাখ টাকা। শখ পূরণ করতে মানুষ নানা কাণ্ড করে থাকে। তাই বলে বাড়ি বিক্রি করে মোটরসাইকেল কেনার শখ অবাক করারই মতো। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে এই বিস্ময়কর ঘটনা।

সম্প্রতি মোটরসাইকেল কিনতে বাড়ি বিক্রি করে দিয়েছেন চীনের হেনান প্রদেশের শিয়াওয়া নামের এক তরুণ। শখ পূরণ করতে উত্তরাধিকার সূত্রে দাদার কাছ থেকে পাওয়া বাড়ি অর্ধেক দামে বিক্রি করেন তিনি। বাবা-মা মোটরসাইকেল কিনে দিতে রাজি না হওয়ায় এমন সিদ্ধান্ত নেন শিয়াওয়া।

পরিকল্পনা অনুযায়ী এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেন ১৮ বছর বয়সী ওই তরুণ। ওই সম্পত্তির বাজারমূল্য প্রায় দেড় লাখ ডলার। কিন্তু শিয়াওয়া মাত্র ৭২ হাজার ডলারে ওই বাড়ি বিক্রি করতে রাজি হয়ে যান। বিষয়টি নিয়ে এজেন্টদের সঙ্গে চুক্তিও করেন তিনি।

পরবর্তীতে শিয়াওয়ার মা বিষয়টি জানতে পারেন। বাড়ি বিক্রি বন্ধ করতে ওই এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। কিন্তু এজেন্টরা চুক্তি থেকে সরতে রাজি হন না। উপায় না দেখে স্থানীয় আদালতের দারস্থ হন শিয়াওয়ার পরিবার।

এরপর বিচারক চুক্তিপত্র পরীক্ষা করেন এবং শিয়াওয়া ও এজেন্টদের মধ্যকার চুক্তিকে অন্যায্য ঘোষণা করেন। ওই তরুণ সম্পত্তির বাজারমূল্য সম্পর্কে জানতেন না। আর এই সুযোগ কাজে লাগিয়ে এজেন্টরা তাঁর কাছ থেকে অনেক কম দামে বাড়িটি কিনে নিতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত আদালত চুক্তিটি বাতিল ঘোষণা করেন। আর সম্পত্তির মালিকানা ফিরে পান শিয়াওয়া।