সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : বিদ্যুৎ সাশ্রয়ে সরকার ঘোষিত লোডশেডিংয়ের কারণে চার্জার ফ্যান এবং লাইট এর চাহিদা বেড়ে যায়। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী প্রকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে এ সকল পণ্য বিক্রয় করছিল। বিষয়টি জানতে পেরে সোমবার (২৫ জুলাই) দুপুরে মানিকগঞ্জের পৌর মার্কেট, বাসস্ট্যান্ড ও শহীদ রফিক সড়কের বিভিন্ন দোকানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
এ সময় ক্রেতা সেজে বিভিন্ন দোকানে দাম যাচাই করতে গিয়ে দেখা যায়, পৌর মার্কেটের অভি ইলেকট্রনিকস ৭০০ টাকার ফ্যান ১১৫০ টাকায় এবং বাসস্ট্যান্ডের আইয়ুব ইলেকট্রনিকস ৩৭০০ টাকার ফ্যান ৪৪০০ টাকায় বিক্রয় করছে। নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রয় করায় প্রতিষ্ঠান দুটিকে ৭০০০ টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
আসাদুজ্জামান রুমেল জানান, বিদ্যুৎ সাশ্রয়ে সরকার ঘোষিত লোডশেডিংয়ের কারণে চার্জার ফ্যান এবং লাইট এর চাহিদা বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ীরা অধিক মূল্যে চার্জার ফ্যান এবং লাইট বিক্রয় করছে এমন খবর পেয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ স্যারের নির্দেশনায় পৌর মার্কেট, বাসস্ট্যান্ড ও শহীদ রফিক সড়কের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এসময় পৌর মার্কেটের অভি ইলেকট্রনিকস ও বাসস্ট্যান্ডের আইয়ুব ইলেকট্রনিকসের বিরুদ্ধে অধিক মূল্যে চার্জার ফ্যান বিক্রির বিষয়টি নিশ্চিত হয়ে তাদেরকে ৭০০০ টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশ কিছু প্রতিষ্ঠানকে ক্রয় ও বিক্রয় রশিদ সংরক্ষণ করতে নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে মানিকগঞ্জ সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোশাররফ হোসেন, ক্যাবের জেলা শাখার সাধারণ সম্পাদক এ বি এম শামসুন্নবী তুলিপ ও ৩৮ আনসার ব্যাটালিয়ন সহযোগিতা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।