হিজড়ার ছদ্মবেশে মাদক বিক্রি, পরীমনি-কাজল গ্রেপ্তার

জুমবাংলা ডেস্ক : পুরুষ হলেও মাদক বিক্রির কৌশল হিসেবে নিজেরা হিজড়ার বেশ ধারণ করেছেন। নিজদের নাম রেখেছেন পরীমনি ও কাজল। মূলত পরীমনির আড়ালে আছেন মো. রফিক ও কাজলের আড়ালে মামুনুল। তারা দুজনই রোহিঙ্গা।

সাভারে এমন ছদ্মবেশে মাদক বিক্রির সময় হাতে নাতে গ্রেপ্তার করে র‌্যাব-৪ এর একটি দল। এ সময় তাদের কাছ ১০ হাজারও বেশি পিস ইয়াবা জব্দ করা হয়। আসামিদের সাভার মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব।
আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান এ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের নিউ মার্কেট এলাকায় তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করেন।

র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, সাভারে মাদকের একটি চালান এসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অবস্থান নেয়। এ সময় সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের নিউ মার্কেট এলাকায় তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ ধারণ করে ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ ২ জন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা।

তিনি আরো জানান, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা তারা দুজনই রোহিঙ্গা। তারা পুরুষ হলেও দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে ইয়াবার চালান সরবারহ করে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তারা তৃতীয় লিঙ্গের মতো স্পর্শকাতর ছদ্মবেশ ধারণ করে ও অশ্লীল অঙ্গভঙ্গি করে আইন শৃংখলা বাহিনীর নজর ফাঁকি দেওয়ার চেষ্টা করত।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার এসআই মিজানুর রহমান বলেন, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। এদের সাথে এখানে কারা জড়িত বা কাদের কাছে মাদক বিক্রি করতে এসেছিল, তাদের বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে।