লাইফস্টাইল ডেস্ক : সিলিং ফ্যান পরিষ্কার করা বেশ ঝামেলার কাজ। কিন্তু যদি ঘড়ি ধরে ঠিক কয়েক মিনিটেই ফ্যান পরিষ্কার করা সম্ভব হয় তা হলে কেমন হয়?
বাড়ি সুন্দর করে সাজিয়ে রাখতে ভালবাসেন? ঘর অপরিষ্কার দেখলেই রাগ হয়? নিয়মিত ঘর পরিষ্কার করলেও বাদ পড়ে যায় সিলিং ফ্যানটি। এটি পরিষ্কার করা বেশ ঝামেলার কাজ, সময়ও লাগে বেশি! কিন্তু যদি ঘড়ি ধরে ঠিক কয়েক মিনিটেই ফ্যান পরিষ্কার করা সম্ভব হয় তা হলে কেমন হয়?
পাখায় খুব বেশি ধুলো-ময়লা জমে গেলে ঠিক মতো পরিষ্কার করতে বেশ ঝামেলা পোহাতে হয়। কী ভাবে ঝটপট পাখা পরিষ্কার করবেন জেনে নিন।
১) বিছানার উপর একটা বাতিল বা পুরনো চাদর পেতে ফেলুন। এতে ধুলো-ময়লা বিছানাতে পরবে না। এ বার শুকনো কাপড় নিয়ে প্রথমে হালকা হাতে ফ্যানের ব্লেডগুলি পরিষ্কার করে নিন।
২) তার পর ভেজা কাপড় ব্যবহার করবেন। না হলে ব্লেড পরিষ্কার তো হবেই না, উলটে ময়লা আটকে থাকবে ফ্যানের ব্লেডে।
৩) একটি পুরনো বালিশের কভারের মধ্যে ফ্যানের ব্লেডটি ঢুকিয়ে দিন। তার পর কাপড়ের মুখ চেপে ধরে হালকা করে টেনে নিন। দেখবেন সব ময়লা কভারের মধ্যে জমা হয়ে গেছে।
৪) ফ্যানের ব্লেড পরিষ্কার করতে খবরের কাগজও ব্যবহার করতে পারেন। প্রথমে শুকনো কাপড় দিয়ে ময়লা পরিষ্কার করে নিন। তার পর খবরের কাগজ অল্প পানিতে ভিজিয়ে নিয়ে ব্যবহার করলেই সহজে ফ্যান পরিষ্কার করা যাবে।
৫) এ ক্ষেত্রে ডিটারজেন্টের সঙ্গে অল্প খাবার সোডা মিশিয়েও ব্যবহার করতে পারেন। ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে আপনার ফ্যানের ব্লেড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।