৪ লাখের বাইকে চড়ে দুধ বিক্রি করছেন এই যুবক!

বাইকে চড়ে দুধ বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক : সাধারণত সাইকেলে চড়ে দুধ সরবরাহের কাজ করে থাকেন বিক্রেতারা। তবে ভারতে এমন এক দুধ বিক্রেতার দেখা মিলেছে, যিনি চার লাখ টাকার বাইকে চড়ে দুধ সরবাহ করছেন। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ওই দুধ বিক্রেতার ভিডিও ছড়িয়ে পড়েছে।

বাইকে চড়ে দুধ বিক্রি

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দামি মোটরসাইকেলে চড়ে ওই যুবকের দুধ ডেলিভারি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই ভিডিওটি দেখে মন্তব্য করছেন।

অনেকে বলছেন, এই যুবককে দেখে একটাই শিক্ষাই পাওয়া যায় যে, জীবনে কখনো আশা হারাতে নেই। কাজের প্রতি সততা আর নিজের শখ নিয়ে তাই কোনো আপস নয়।

ভিডিওতে দেখা গেছে, ওই যুবককে একটি কালো চকচকে হার্লে ডেভিডসন মোটরসাইকেলে চড়ে যেতে দেখা যাচ্ছে। এটির মডেলে নাম স্ট্রিট ৫০০/৭৫০। এর এক্স-শোরুম দাম প্রায় ৪ লাখ টাকার আশেপাশে। আর যদি বাইকটি সেকেন্ড হ্যান্ডও হয় তাও দুই থেকে আড়াই লাখ টাকা দাম হবে।

তবে ভিডিওটি ভারতের কোন জায়গার তা জানা যায়নি। রেজিস্ট্রেশন প্লেটেও ‘গুজ্জার’ লেখা (যা বেআইনি)। নিচে অবশ্য ফরিদাবাদের হ্যাশট্যাগ দেওয়া আছে।

অধ্যাপকের খাটের নিচে পাওয়া গেল টাকার পাহাড়