আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কাছ থেকে ধীরে ধীরে তেল, গ্যাসসহ যে সকল জ্বালানি আছে সেগুলো কেনা কমিয়ে দেওয়া বা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে ইউরোপের দেশগুলো।
তাদের দাবি, রাশিয়া তেল ও গ্যাস বিক্রির টাকা দিয়ে যুদ্ধসামগ্রী বানাচ্ছে এবং সেগুলো ইউক্রেনের সাধারণ মানুষের ওপর প্রয়োগ করছে।
ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর এখন আরও নিষেধাজ্ঞা দিতে চায়। তারা চায় রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করে দিতে। যেন তারা অন্য কোনো দেশের ওপর আগ্রাসন না চালাতে পারে।
এখন প্রশ্ন হলো ইউরোপে নিজেদের তেল, গ্যাস ও অন্যান্য জ্বালানি বিক্রি করে রাশিয়া প্রতিদিন কত আয় করে?
এ বিষয়টির উত্তর দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল।
মঙ্গলবার ইউরোপীয়ান পার্লামেন্টকে বোরেল বলেন, প্রতিদিন, গড়ে আমরা জ্বালানি কেনার জন্য রাশিয়াকে ১ বিলিয়ন ইউরো দেই!
তিনি আরও বলেন, আর অবশ্যই এই অর্থ ইউক্রেন যুদ্ধে ব্যয় করছে রাশিয়া।
তবে জোসেপ বোরেল নিজেদের অসহায়ত্বের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের মধ্যে কিছু দেশ রাশিয়ার গ্যাসের ওপর এতোটাই নির্ভরশীল যে আমরা চাইলেও এই মূহুর্তে রাশিয়ার গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দিতে পারব না।
তিনি জানান, এক রাতের মধ্যেই রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দিতে পারবেন না তারা।
তবে রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়া থেকে কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব উত্থাপন করেছে ইউরোপীয় ইউনিয়ন।
যদি ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সবাই মিলে এ সিদ্ধান্তে রাজি হয় তাহলে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর প্রথমবারের মতো দেশটির জ্বালানির ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে ইউনিয়ন।
সূত্র: এনডিটিভি
প্রেমের বিয়ে: ১৪ বছর পর দেশে ফিরে স্বামী জানলেন স্ত্রী অন্যের সংসারে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।