জুমবাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য শিক্ষাঋণ বিষয়ে ঢাকায় মঙ্গলবার একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বনানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে এমপাওয়ার ফাইন্যান্সিং এবং এরোনা ইন্টারন্যাশনাল।
সেমিনারে যুক্তরাষ্ট্রে শিক্ষার জন্য কীভাবে বাংলাদেশি শিক্ষার্থীরা ঋণ পেতে পারেন সে উপায়গুলো তুলে ধরে বিদেশে গমনেচ্ছু শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেয় আন্তর্জাতিক শিক্ষাঋণ প্রদানকারী প্রতিষ্ঠান এমপাওয়ার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমপাওয়ার ফাইন্যান্সিংয়ের গ্লেবাল বিজনেস ডেভেলপমেন্ট প্রধান জেনিফার আর হোয়াইট, সাউথ এশিয়ান গ্লোবাল বিজনেস ডেভেলপমেন্ট প্রধান সুপ্রিয় চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিন্ডেট (মার্কেটিং) ডানকিন মস, এরোনা ইন্টারন্যাশনালের সিইও এবং চিফ এডিটর এনা ওমর ইয়াসিয় মোল্লিক। আয়োজকরা আশা করেন-সেমিনারটি বহির্বিশ্বে শিক্ষার জন্য আন্তর্জাতিক ঋণ সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের জন্য একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।