আন্তর্জাতিক ডেস্ক : সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর শান্ত ও সংযমের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এসময় সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভ চলাকালীন মর্মান্তিক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে সংস্থাটি।
সোমবার (৫ আগস্ট) এ আহ্বান জানায় ইইউ।
সংস্থাটি বলেছে, আমরা জেনারেল ওয়াকার-উজ-জামানের প্রদত্ত আশ্বাসের প্রতি লক্ষ্য রাখি যে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে পরিচালনা করা হবে এবং সব বেআইনি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করা হবে। এ সময় মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নির্বিচারে আটককৃতদের অবিলম্বে মুক্তিও দাবি করা হয়।
ইইউ বলেছে মানবাধিকার ও গণতান্ত্রিক নীতির প্রতি পূর্ণ সম্মান রেখে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রতি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ উত্তরণ নিশ্চিত করা অত্যাবশ্যক।
ইউরোপীয় ইউনিয়ন আরও বলেছে, বাংলাদেশের জনগণের নিবেদিত অংশীদার হিসেবে, তারা দেশের সমৃদ্ধি ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।