জুম-বাংলা ডেস্ক : সেনাবাহিনীর অভিযানে চট্টগ্রামের রাউজান থেকে অস্ত্র ও গোলাবারুদসহ চারজনকে আটক করা হয়েছে। এরা হলেন মো. ইউসুফ ইসলাম (৩৫), মনসুর ইসলাম (৫০). মো. হেলাল উদ্দীন (৩৮) ও মো. আলা উদ্দীন (৩৯)।
শনিবার বিকালে রাঙামাটি সেনা সদর জোনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি রাবার বাগান সেনা ক্যাম্পে থেকে মেজর ইমরান আল জিহাদের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল রাঙামাটির সীমান্তবর্তি এলাকা চট্টগ্রামের পূর্ব রাউজন উপজেলার ফকির টকিয়া এলাকায় অভিযানে নামে। প্রথমে অভিযান পরিচালনা করা হয় মো. ইউসুফ ইসলামের বাড়িতে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশিও অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে আরও তিন সহযোগি মনসুর ইসলাম (৫০). মো. হেলাল উদ্দীন (৩৮) ও মো. আলা উদ্দীনের (৩৯) নাম স্বীকার করলে তাদেরও আটক করা হয়।
কুমিল্লায় দেড় কোটি টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি
মেজর ইমরান আল জিহাদ বলেন, আটক ব্যত্তিদের চট্টগ্রামের রাউজন থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে উদ্ধারকৃত আলামত অর্থাৎ অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করা হয়। রাঙামাটি জোনের দায়ীত্বপূর্ণ এলাকায় শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তা বাহিনী এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।