জুমবাংলা ডেস্ক : সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) তৈরির অভিযোগে বগুড়ায় অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, গত ৮ জানুয়ারি গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী বগুড়া সদরে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভুয়া সামরিক পরিচয়পত্র তৈরির অভিযোগে কয়েকটি প্রিন্টিংয়ের দোকান থেকে আটজনকে আটক করা হয়। এ সময় ভুয়া পরিচয়পত্র তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, বিশেষ প্রিন্টার ও স্ক্যানারসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে আটকরা।
যেকোনো পরিচয়পত্র/আইডি কার্ড জালিয়াতি একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে আইএসপিআর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।