সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে বাবা ও সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে গলায় ওড়না ঝুলিয়ে ইভা আক্তার (২২) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যার ঘটনায় তার বাবা ইসরাফিল হোসেনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যার পর নিজ বসতঘরে গলায় ওড়না ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ ও মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে। এ ঘটনায় নিহতের বাবা ইসরাফিল হোসেনসহ কয়েকজনকে আসামী করে আত্মহত্যা প্ররোচনার মামলা করেছে নিহতের মা সুফিয়া আক্তার। বুধবার আদালতের মাধ্যমে নিহতের বাবাকে কারাগারে পাঠানো হয়েছে।
নিহত ইভা আক্তারের ছোট ভাই শুভ আহমেদ জানান, আমার বাবা সাত-আট মাস আগে দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় বিয়ের পর থেকেই সে আমার মা, বোন এবং আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। বাবা ও সৎ মা মিলে আমার বোনকে অকথ্য ভাষায় গালাগালি করে ও বোনের চরিত্র নিয়েও বাজে মন্তব্য করে। এক পর্যায়ে আমাকে এবং আমার বোনকে ঘর থেকে বের করে দেয় ও বাড়ি থেকে চলে যেতে বলে। আমরা বাড়ি থেকে বের হয়ে যেত না চাইলে নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। বাবা ও সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে আমার ইভা মঙ্গলবার সন্ধ্যার পর নিজের রুমে গলায় ওড়না ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে রাত সাড়ে আটটার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এর পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার বোনকে মৃত ঘোষণা করেন। বোনের এই আত্মহত্যার জন্য তার বাবা ও সৎ মা দায়ী ।
মানিকগঞ্জ সদর হাসপাতালে দ্বায়িত্বরত আনসার সদস্য শাবলু মিয়া বলেন, হাসপাতালের চিকিৎসক ওই মেয়েটির মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করার পরই তার বাবা ও চাচা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় স্থানীয়দের সহযোগিতায় মেয়েটির বাবা ইসরাফিল হোসেনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়া হয়। তবে মেয়েটির চাচা চান্দু মোল্লা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। মেয়েটির দাদি খোদেজা বেগমও পালিয়ে গেছে বলে শুনেছি।
আরও পড়ুন : বাবা ও সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে প্রাণ দিল কলেজ শিক্ষার্থী!
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, মানিকগঞ্জ নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইভা আক্তার আত্মহত্যার ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় নিহতের বাবা ইসরাফিল হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।