জুমবাংলা ডেস্ক : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফিজুর রহমানকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (২৩ মে) তাকে এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদিকে আগামীকাল বুধবার (২৪ মে) তার অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা। তবে তাকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে।
জানা যায়, মোস্তাফিজুর রহমান ১৯৬৪ সালের ২৫ মে খুলনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করেন।
বিসিএস প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯১ সালে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন। পরে মাঠ প্রশাসনের সব স্তরে তিনি দায়িত্ব পালন করেন।
মোস্তাফিজুর রহমান ২০১১ সালে যশোরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এসময় ডিজিটাল জেলা বিনির্মাণে অসামান্য অবদান রাখেন। তার নেতৃত্বকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর জেলাকে প্রথম ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।