সেন্সর বোর্ডের সদস্য হলেন পূর্ণিমা

purnima

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। এখন তিনি সিনেমায় অনিয়মিত। এবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হলেন। আগামী এক বছরের জন‌্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে। রবিবার (১২ মে) ১৫ সদস্যের এ বোর্ড গঠন করা হয়।

purnima

সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, নতুন এই বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তথ্য সচিব। তিনি আগামী একবছর সেন্সর বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এছাড়া তথ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ছয়জন সদস্য দায়িত্ব পালন করবেন।

মহাকাশে নভোচারীরা কেন বুড়ো হন না? জানলে অবাক হবেন

তাছাড়া বাকি আটজন সদস্য হিসেবে রয়েছেন। তারা হলেন— চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, অভিনেত্রী সুজাতা আজিম, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক জাহাঙ্গীর আলম, অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেত্রী রোকেয়া প্রাচী ও সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম।