বিনোদন ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়েছিলেন। সেখানে গিয়ে ‘গ্যাংস অব ওয়াসেপুর’ খ্যাত পরিচালক সেন্সরবোর্ড নিয়ে নিজের মতামত জানিয়েছেন।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছিল ৫ ডিসেম্বর থেকে। চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন বলিউডের নামিদামি তারকারা। সালমান খান, অনিল কাপুর, বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের মতো তারকাদের জমজমাট অংশগ্রহণে এই উৎসব শেষ হয়েছে ১২ ডিসেম্বর।
উৎসবে উপস্থিত হয়ে পরিচালক অনুরাগ কাশ্যপ বলেন, ‘সেন্সরশীপে আমি বিশ্বাস করিনা, সেন্সরবোর্ডে আমি থাকলে সব ছবিকেই পাশ করিয়ে দিতাম।’
এবছর কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শন করা হয়েছিল অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবি ‘কেনেডি’-র। উৎসবে ছবি প্রদর্শনীর পাশাপাশি এদিন সাংবাদিকদের মুখোমুখি হন অনুরাগ কাশ্যপ।
ছবি নিয়ে কথা বলার পাশাপাশি এদিন ছবির কাস্টিং নির্বাচন নিয়েও কথা বলেন। মানুষ দেখে কাস্টিং করেন অভিনেতাদের কাজ দেখে নয় স্পষ্ট জানান অনুরাগ। ছবির মুখ্য ভূমিকায় সানি লিওনকে নির্বাচনের কথাও বলেন অনুরাগ।
ছবিতে মুখ্য নারী চরিত্রে অভিনয় করেছেন সানি লিওন। গ্ল্যামার কুইন সানি এই ছবিতে ধরা দিয়েছেন একদম অচেনা অবতারে। অনুরাগের ‘কেনেডি’-তে দর্শক দেখবে একদম অন্য সানি লিওনকে।
বরাবরই অন্য ধারার ছবি বানাতে পছন্দ করেন অনুরাগ কাশ্যপ। ‘দেব ডি’ থেকে ‘গ্যাংস অব ওয়াসেপুর’-এর গল্প নিয়ে কথা বললেন তিনি। কথা বলতে গিয়ে সেন্সরশীপ প্রসঙ্গও টানলেন অনুরাগ।
কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়োনোর পর ‘কেনেডি’ ঘুরছে একাধিক চলচ্চিত্র উৎসব। মার্চ মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।