আপনি যদি ছোট ও মাঝারি মানের ব্যবসা ভালোভাবে চালিয়ে যেতে চান তাহলে আপনার অনলাইন সাইটের SEO পারফরম্যান্স ভালো থাকতে হবে, বিশেষ করে স্থানীয় পরিবেশে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শক্তিশালী অবস্থায় থাকা উচিত। এটাকে ইংরেজিতে Local SEO বলে। এর সুবিধা হচ্ছে আপনার অঞ্চলের বাসিন্দারা যখন অনলাইনে সার্চ দিবে তখন আপনার ব্যবসার নাম ও তথ্য তালিকার উপরের দিকে থাকবে। এতে আপনার ব্যবসার সমৃদ্ধি হবে। SEO পারফরম্যান্স যেনো ভালো হয় সেজন্য আজকের ষষ্ঠ পর্বে কিছু টিপস ও টেকনিক নিয়ে এ নিবন্ধে আলোচনা হবে।
অপ্টিমাইজেশনে মনোযোগী হতে হবে
সঠিক টেলিফোন নাম্বার সংযুক্ত করুন। টেলিফোন নাম্বারের সাথে লিংক সংযুক্ত করুন যেনো আগ্রহী গ্রাহকরা ক্লিক করেই আপনাকে কল দিতে পারে ও কথা বলতে পারে। অনলাইনের সার্চ ইঞ্জিনেও এই টেলিফোন নাম্বারের লিংক প্রদর্শিত হওয়া উচিত। ওয়েবসাইটটি লোড হতে যেনো বেশি সময় না নেয় সেদিকে নজর দিন। প্রয়োজনে সাইটের অপটিমাইজেশন করুন।
মোবাইল ডিভাইসের জন্য আপনার ব্যবসার ওয়েবসাইটের অপটিমাইজেশনের বিকল্প নেই। সুন্দর অপটিমাইজেশন হলে গুগলের র্যাংকিং এ এগিয়ে যেতে পারবেন। গুগলের অ্যালগরিদমের একটি বৈশিষ্ট্য হচ্ছে সাইট দ্রুত লোড হলে গুগল অনেক বেশি ট্রাফিক পাঠাবে যা আপনার জন্য মঙ্গলজনক। এর জন্য CDN টেকনিক অবলম্বন করুন। এতে আপনার সাইটের অতিরিক্ত ভার লাঘব হবে।
ব্যবসাভিত্তিক যেসব ছবি পোস্ট দিবেন তার সাথে সঠিক ঠিকানা ও কীওয়ার্ড যুক্ত করবেন। EXIF এডিটর সফটওয়ার ব্যবহার করে এ কাজ সহজে করতে পারবেন। আপনার অফিসের একাধিক লোকেশন থাকলে আপনি আলাদা সেকশন করে ঠিকানা উল্লেখ করবেন। সাথে অন্যান্য তথ্যাদিও যুক্ত করবেন।
অফিসের কর্মচারী, বিভিন্ন অনুষ্ঠান বা সাফল্য উদযাপনের ছবি শেয়ার করুন। পাশাপাশি বেশকিছু আর্টিকেল লিখতে পারেন। URL এ সঠিক কীওয়ার্ড ব্যবহার করতে হবে। .com স্টাইলে আপনার ওয়েবসাইট এর ডোমেইন হওয়া উচিত। এরপরের অংশে লোকেশন থাকা উচিত। বেশি সাব-পেজ ব্যবহার করবেন না।
আপনার একাধিক ওয়েবসাইট থাকতে পারে। তবে প্রধান ওয়েবসাইটের অধীন বাকী সাইট একত্রিত করে রাখবেন। SEMrush এর ওয়েবসাইট ব্যবহার করে আপনার কীওয়ার্ড কতটা উপযুক্ত সেটা বুঝতে পারবেন। সার্চ ইঞ্জিনের র্যাংকিং এ এটা কতটা কাজে দিবে সেটা নিশ্চিত হতে পারবেন।
আপনি HTTPS ব্যবহার করছেন তা নিশ্চিত করুন। কেননা এটি সার্চ ইঞ্জিনে র্যাংকিং এ এগিয়ে রাখতে আপনাকে সহায়তা করবে। কেননা আপনার অঞ্চলের অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান HTTPS ব্যবহার না করার কারণে আপনি তাদের থেকে এগিয়ে থাকার সুযোগ পাবেন।
আরও পড়ুন-
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।