আন্তর্জাতিক ডেস্ক : রিপাবলিক্যান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমেক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে আগামী ১০ সেপ্টেম্বর এবিসি নিউজে বিতর্ক অনুষ্ঠিত হবে। এতে করে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন দুই দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প ও কমলা হ্যারিস। খবর রয়টার্স
ফ্লোরিডার প্লাম বিচের বাসভবনে এক কনফারেন্সে ট্রাম্প বলেন, তিনি আরও দুটি বিতর্কের আয়োজন করতে চান। আগামী ৪ ও ২৫ সেপ্টেম্বর ফক্স নিউজে কমলা হ্যারিসের সঙ্গে বিতর্কের কথা জানান ট্রাম্প।
এদিকে কমলা হ্যারিস এক্স পোস্টে বলেন, আগামী ১০ সেপ্টেম্বর ট্রাম্পের সঙ্গে চূড়ান্ত বিতর্ক অনুষ্ঠিত হবে।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেন সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর তার বিপরীতে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গত ২৭ জুন সিএনএন টেলিভিশনে ট্রাম্প ও বাইডেনের মধ্যে এক বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল। ওই বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশায়ী হন বাইডেন। এর পর নিজ দলের নেতাদের সমালোচনার মুখে পড়েন তিনি।
নেট দুনিয়া কাঁপাচ্ছে নতুন এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
ডেমোক্রেট দলের চাঁদা দাতারা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনের দাঁড়ানো নিয়ে প্রশ্ন তোলে। এমনকি তারা অর্থ সহায়তা বন্ধ করে দেয়ার কথাও জানায়। শেষ পর্যন্ত দলের চাপে প্রেসিডেন্ট প্রার্থী থেকে সরে দাঁড়ায় বাইডেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।