বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হাইরেঞ্জের ফিচারপ্যাকড ফোন লঞ্চে ইতিমধ্যেই নামডাক রয়েছে ওয়ানপ্লাসের। তবে ইদানীং মধ্যবিত্তের নাগালের মধ্যেও অনেক ফোন বের করেছে চীনা সংস্থাটি। আর ফ্ল্যাগশিপ মডেলের পরে আরও একটি বাজেট নাগালের মধ্যে ফোন বাজারে আনতে চলেছে ওয়ানপ্লাস। মডেল ওয়ানপ্লাস নর্ড সিই থ্রি লাইট।
আসুন জেনে নেয়া যাক ওয়ানপ্লাস নর্ড সিই থ্রি লাইট ফোনটিতে কী কী ফিচার আছে-
ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে আসতে চলেছে মডেলটি। যেখানে থাকছে দুটি বড় সার্কুলার ক্যামেরা মডিউলস। থাকছে ১২০হার্জ সাপোর্টযুক্ত ফুল এইচডি প্লাস এলসিডি স্ক্রিন ও সাইড মাউন্টেড একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
এর আগে ওয়ানপ্লাস নর্ড সিই টু লাইট ৫জি মডেলটি ভারতে লঞ্চ হয় গত বছরের এপ্রিলে। যেখানে ছিল ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। যা এসেছিল ১২০হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে। অ্যান্ড্রয়েড ১৩ এর ওপরে কাজ করে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৩। অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট ও অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ ও ৮ জিবি এলপিডিডিআর ফোর এক্স র্যাম ব্যবহার করা হয়েছিল ফোনটিতে।
এআই ব্যাকড ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছিল ওয়ানপ্লাসের নর্ড সিই টু ৫জি। যেখানে ছিল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং টু মেগাপিক্সেল করে দুটি সেকেন্ডারি সেন্সর। ১৬ মেগাপিক্সেল সোনি আইম্যাক্স ফোর সেভেন ওয়ান ফ্রন্ট ক্যামেরা সেন্সর ছিল মোবাইলটিতে। যা ডিসপ্লের বা দিকের স্লটে ছিল।
এ ছাড়া ৩.৫ এমএম অডিও জ্যাক, ব্লুটুথ ভি৫.২, ওয়াইফাই ৬ সাপোর্টের সঙ্গে এসেছিল ফোনটি। ৫০০০ মেগাওয়াট ক্যাপাসিটির ব্যাটারি যা ৩৩ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করত। বেশ কয়েকটি রঙের ভেরিয়েশনে ছিল ফোনটিতে। ৬জিবি র্যামের সঙ্গে ১২৮ জিবি ইন্টানাল স্টোরেজ এবং ৮ জিবি ব়্যামের সঙ্গে ১২৮ জিবি ইন্টানাল স্টোরেজ, এই দুটি স্টোরেজ ভ্যারাইটির মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারবেন গ্রাহক।
ওয়ানপ্লাসের এই নর্ড সিই থ্রি লাইট এডিশনটিতেও একই রকম সব ফিচার থাকতে চলেছে কি না, তা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না। দাম নিয়েও এখনও স্পষ্ট করে কিছু জানায়নি সংস্থাটি। তবে এই ফোনের মূল্য ২৬ হাজারের মতো।
এ ছাড়া ফোনটি সর্ম্পকে জানতে ওয়ানপ্লাসের অফিশিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।