বিনোদন ডেস্ক : বর্তমানে স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল হল সাহেবের চিঠি। বহুদিন পর সাঁঝের বাতি ধারাবাহিকের পর ছোট পর্দায় ফিরেছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। প্রথমদিকে ধারাবাহিক একদম জনপ্রিয়তা পার্ট ছিল না কিন্তু শেষের দিকে ধীরে ধীরে টিআরপি তালিকায় একদম উঠে এসেছে সাহেবের চিঠি আর প্রত্যেকবার খেলনা বাড়িকে হারিয়ে যাচ্ছে। জুটিটা একদম নতুন, প্রতীক সেন এবং মানুষের মানিয়ে নিতে সময় লাগছে। তবে এখন দেড় মাস হয়ে যাওয়ার পর ধারাবাহিক তরতরিয়ে এগিয়ে চলেছে।
দেবচন্দ্রিমা আবার পুরনো ফর্মে ফিরে এসেছেন এবং ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় করছেন তিনি। কিছুদিন আগেই ছুটি কাটিয়ে এসেছেন লাদাখে, সঙ্গে গেছিল তার ননদ মানে ধারাবাহিকে সাহেবের বোন যিনি সাজেন সেই ঐন্দ্রিলা বোস। এ তো গেল ঠান্ডার জায়গার কথা। কিন্তু দেবচন্দ্রিমা সবেতেই স্বচ্ছন্দ তাই সমুদ্রের ধারে গেলে তাকে আমরা বিকিনিতে দেখতে পাবো।
এবার তার পুরনো বিকিনি ছবি আবার ভাইরাল হয়েছে। গত বছর মালদ্বীপে গেছিলেন তার প্রাক্তন প্রেমিক সায়ন্ত মোদকের সঙ্গে সেখানে থাকে আমরা বিকিনি পরে দেখতে পেয়েছিলাম এবং বেশ অবাক হয়েছিলাম সকলের কারণে যে এত অ্যাডভান্সড হয়েছেন সেটা দেখেও ভালো লেগেছিল অনেকের।
আবার তিনি পাটায়া গেছিলেন অভিনেত্রী অদ্রিজা রয়ের সঙ্গে সেখানে গোলাপি রঙের বিকিনি তে উষ্ণতা ছড়িয়ে ছিলেন সমুদ্রের জলে।যদিও নিজের উষ্ণতা তিনি ভাবতে চেয়েছিলেন সাদা শার্ট দিয়ে কিন্তু তার তলায় থাকা ফুটে উঠেছিল স্পষ্ট ভাবে।
দুর্ধর্ষ ডিজাইনের সঙ্গে কিলার লুকে পানির দামে পাচ্ছেন স্মার্টফোন, থাকছে টাচস্ক্রিনের সঙ্গে কীপ্যাডও
এই ছবি এখন সোশ্যাল মিডিয়ার ভাইরাল এবং সকলেই বলছেন যে নিজের জীবনটাকে দেবচন্দ্রিমা এই ভাবেই বাঁচুন। শীতের পোশাকেও তাকে লাগে লাল আপেলের মতো মিষ্টি আবার স্নানের পোশাকেও তাকে লাগে উষ্ণ রঙা কমলা লেবুর মত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।