ধারাবাহিক নাটক ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’

বিনোদন ডেস্ক : টিপু আলম মিলনের গল্প ভাবনায় আকাশ রঞ্জনের পরিচালনায় নির্মাণ হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’। নাটকটির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রিনা খান ও নাটক-চলচ্চিত্রের ভার্সেটাইল অভিনেত্রী চিত্রলেখা গুহ। তাদের সঙ্গে একই ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পেয়েছেন এই প্রজন্মের অভিনেত্রী তানিন সুবহা। তিনি নাটকে জুলেখা চরিত্রে অভিনয় করছেন বলে জানালেন। বৈশাখী টিভিতে প্রচারের অপেক্ষায় নাটকটি।

তানিন সুবহা বলেন, আমার সৌভাগ্য যে, আমি একই ধারাবাহিকে শ্রদ্ধেয় রিনা আপা ও চিত্রলেখা দিদির সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। গল্পে চামেলী ক্রিমের কর্ণধার চামেলী সম্পর্কে আমার খালা হয়। অর্থাৎ আমার খালার চরিত্রে অভিনয় করেছেন চিত্রলেখা দিদি। তারই ইচ্ছাÑ এই রং ফর্সাকারী ক্রিম বিক্রি করে অল্প সময়ে বড়লোক হয়ে যাবেন। এভাবেই মূলত এগিয়ে যায় গল্প।

আমাদেরকে চিত্রনাট্য বুঝিয়ে দেন পরিচালক আকাশ রঞ্জন। শূটিংয়ের সময়ই তৎক্ষণাৎ সংলাপ বলে দেন, আমরা সেভাবেই অভিনয় করি। আমি প্রথম দিন শূটিং করেছি, আমার কাছে ভালো লেগেছে।

চিত্রলেখা গুহ বলেন, বেশকিছু দিন দেশের বাইরে ছিলাম। দেশে ফিরেই আবার অভিনয়ে নিয়মিত হয়েছি। আকাশ রঞ্জনের পরিচালনায় নতুন এই ধারাবাহিকটিতে কাজ করছি আমি। এর আগেও আকাশের পরিচালনায় কাজ করেছি। আর এতে আমার সঙ্গে রিনা আপা, তানিন সুবহাসহ আরও অনেকেই কাজ করছেন। আশা করছি, একটি ভালো কাজ হবে। গল্পটা সুন্দর। তাই প্রত্যাশা দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার।

এদিকে তানিন সুবহা জানান, জাভেদ মিন্টুর পরিচালনায় ‘দুই রাজকন্যা’, ‘বীর মাতা’ এবং গাজী জাহাঙ্গীরের পরিচালনায় ‘প্রেমের বাঁধন’ সিনেমার কাজ শেষ করেছেন। তিনটি সিনেমাই রয়েছে এখন মুক্তির অপেক্ষায়।