সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ আল-বশির

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার বিদ্রোহীরা দামেস্কের দখল নেওয়ার পর মোহাম্মদ আল-বশিরকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

seria (3)

রবিবার বিদ্রোহী দল হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে দামেস্কে দ্রুতগতির অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর আসাদ দেশ ছেড়ে পালিয়ে যান।

রাষ্ট্রীয় টেলিভিশনের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে আল-বশির বলেছেন, সাধারণ কমান্ড আমাদেরকে ১ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাকে নতুন সিরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে বশির বিদ্রোহী গোষ্ঠীর তথাকথিত সালভেশন গভর্নমেন্টের প্রধান ছিলেন। তিনি এর আগে উন্নয়নমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবারই সালভেশন গভর্নমেন্টের রাজনৈতিক বিষয়ক বিভাগের এক সূত্র এএফপিকে জানিয়েছিল যে, বশির অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেবেন।

আতালান্তার মাঠে ৩-২ গোলের লড়াই করে জয়ে ফিরলো রিয়াল

সালভেশন গভর্নমেন্ট ২০১৭ সালে ইদলিবে গঠিত হয়। এটি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সরকারি সেবা থেকে বঞ্চিত জনগণের জন্য মন্ত্রণালয়, বিভাগ, বিচারিক ও নিরাপত্তা কর্তৃপক্ষের মাধ্যমে সহায়তা প্রদান করে। সরকারটি পরে আলেপ্পোতেও কার্যক্রম শুরু করে। আলেপ্পো বিদ্রোহীদের দখল করা প্রথম প্রধান শহর।