বিনোদন ডেস্ক : বলিউড এক সময়ের অভিনেত্রী আমিশা প্যাটেল আইনি সমস্যায় জড়ালেন। এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিনেত্রীর বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে। মধ্যপ্রদেশের খান্ডোয়ায় অনুষ্ঠান করতে গিয়ে বিতর্কে জড়ালেন অভিনেত্রী। ‘কহো না প্যার হ্যায়’এর নায়িকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে উদ্যোক্তারা। খান্ডোয়ায় সেই অনুষ্ঠানের পরই একটি টুইট করেছিলেন অভিনেত্রী। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।
টুইটে আমিশা লিখেছিলেন, ‘২৩ এপ্রিল খান্ডোয়ায় নবচণ্ডী মহোৎসবে এসেছিলাম। উৎসবের পরিচালনা এতোটাই খারাপ ছিল যে ভিড়ের চাপে আমার প্রাণ যেতে পারত। ধন্যবাদ স্থানীয় পুলিশকে তারা আমার রক্ষা করেছেন।’
সেই পোস্ট দেখে রীতিমত উদ্বেগ প্রকাশ করেছিলেন অভিনেত্রীর অনুরাগীরা। এরপরই বিতর্কের জল গড়ায় বহুদূর।
অনুষ্ঠানের আযোজকরা আইনি পথে হেঁটে মঙ্গলবার থানায় পালটা অভিযোগে জানিয়েছেন, মধ্যপ্রদেশের খান্ডওয়াতে একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য চার লাখ টাকা নিয়েছিলেন আমিশা। চুক্তি অনুযায়ী, তাকে ওই অনুষ্ঠানে এক ঘণ্টা থাকতে হবে। পারফর্মও করার কথা ছিল। কিন্তু এক ঘণ্টার জায়গায় মাত্র তিন মিনিট মঞ্চে ছিলেন অভিনেত্রী। এতেই উদ্যোক্তারা রেগে আগুন। অবশেষে থানায় অভিযোগ জানিয়েছেন তারা।
মোঘাট থানার পুলিশ কর্মকর্তা ঈশ্বর সিং চৌহান জানিয়েছেন, এদিন রাত সাড়ে ৯টা নাগাদ অনুষ্ঠানে গিয়ে হাজির হয়েছিলেন আমিশা প্যাটেল। মঞ্চের বাইরেও প্রচুর ভিড় ছিলো। অনুরাগীরা অভিনেত্রীর এক ঝলক দেখার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন। যদিও অভিনেকত্রী অনুষ্ঠানে মাত্র তিন মিনিট উপস্থিত থাকার পরই বেরিয়ে চলে যান। সেই মুহূর্তে ইন্দোর ছেড়ে বহুদূরে চলে যান নায়িকা।
তিনি আরও বলেন, ওই অনুষ্ঠানে মানুষের ভিড় অবশ্যই ছিল, তবে অনুষ্ঠানস্থলে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অন্য কোনো ধরনের আশঙ্কার বিষয়ে কোনো তথ্য ছিল না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।