স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের প্রত্যাবর্তনের পর দেশটিতে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ কার্যত ‘নিষিদ্ধ’। এর ফলে আফগানিস্তানের নারী ক্রিকেটাররা বেশ বিপদেই পড়েছেন। তালেবান ক্ষমতা পাওয়ার পর দেশটির জাতীয় নারী ক্রিকেট দলে অন্তত ২০ সদস্য অস্ট্রেলিয়ায় চলে যান।
সেখানে তাদের সহায়তা করার চেষ্টা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ করেছেন আফগান নারী ক্রিকেটার ফিরোজা আমিরি।
মেলবোর্নে নারী অ্যাশেজ চলাকালে বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে হাজির হন এই আফগান নারী ক্রিকেটার। সেখানে তিনি বলেছেন, ‘আইসিসির চেয়ে আমাদের জন্য অনেক বেশি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আমাদের (খেলার) আশা বাঁচিয়ে রাখতে তারা কাজ করেছে।’
‘আমরা আশা করেছিলাম আমাদের জন্য আইসিসি কিছু করবে। কিন্তু তারা কিছুই করেনি। আমরা এখানে (অস্ট্রেলিয়া) আসার পর তারা আমাদের সঙ্গে যোগাযোগও করেনি’-যোগ করেন আমিরি।
স্বেচ্ছা নির্বাসনে থাকা আফগান নারী ক্রিকেটাররা শরণার্থী দল হিসেবে খেলার অনুমতি চেয়েছিলেন, সেটাও এখনো আইসিসির অনুমোদন পায়নি।
এদিকে নারীদের প্রতি তালেবানের ‘নিপীড়নমূলক আচরণের’ ইস্যুতে সম্প্রতি ইংল্যান্ডের রাজনীতিবিদরা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে চিঠি দিয়েছে। সেখানে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডকে খেলতে নিরুৎসাহিত করেছে তারা। এছাড়া দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রীও দেশটির ক্রিকেট দলকে আফগানদের বিপক্ষে ম্যাচ বয়কট করার আহ্বান জানিয়েছেন।
তবে এ বিষয়ে ইসিবি, সিএসএ বা আইসিসি এখনো কোনো মন্তব্য করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।