ব্যাংককে গিয়ে গুরুত্বর আহত সঞ্জয় দত্ত, মাথায় সেলাই!

সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক: এপ্রিল মাসে খবর রটেছিল কন্নড় ছবির শ্যুটিংয়ে বোমা ফেটে আহত হয়েছেন সঞ্জয় দত্ত, পরে সেই খবর নস্যাৎ করে সঞ্জু বাবা জানান একদম সুস্থ রয়েছেন তিনি। এবার জানা যাচ্ছে, ব্যাংককে শ্যুটিং করতে গিয়ে চোট পেয়েছেন বলিউডের ‘মুন্না ভাই’।

সঞ্জয় দত্ত

এই মুহূর্তে অন্যতম ব্যস্ত তারকা তিনি, হাতে রয়েছে ‘দ্য গুড মহারাজা’, ‘ওয়েলকাম ৩’, ‘গুড়চড়ি’, ‘লিও’ এবং ‘বাপ’-এর মতো ছবি। আপতত তেলুগু পরিচালক পুরী জগন্নাধ-এর ‘ডবল ইস্মার্ট’ নিয়ে ব্যস্ত তারকা। জুলাই মাসেই এই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছিলেন অভিনেতা।

এই সাই-ফাই ছবিতে রাম পোথিনেনির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সঞ্জয়। ব্যাংককে এই ছবির শ্যুটিংয়েই আহত হয়েছেন অভিনেতা, বলে খবর পিঙ্কভিলা সূত্রে। গত সপ্তাহে একটি বড়সড় অ্যাকশন সিকুয়েন্সের শ্যুটিং করছিলেন সঞ্জয়।

তলোয়ার নিয়ে লড়াই চলছিল, আচমকাই চোট লাগে অভিনেতার। মাথায় বেশ কয়েকটি সেলাইও পড়ে। কিন্তু সঞ্জয় দত্তের পেশাদারিত্বের কথা কারুর অজানা নয়। রাফ অ্যান্ড টাফ এই তারকা হাসপাতাল থেকে ফিরেই যোগ দেন শ্যুটিং-এ। তার চোট গুরুতর নয়, জানিয়েছে ওই সূত্র।

গত মাসে সঞ্জয়ের দত্তের ৬৭তম জন্মদিনে প্রকাশ্যে এসেছিল ‘ডবল ইস্মার্ট’-এ তার ফার্স্ট লুক। পুরী জগন্নাথের এই ছবিতে ‘বিগ বুল’ হিসাবে দেখা যাবে সঞ্জয়কে। ফার্স্ট লুকে চুরুট হাতে দেখা মিলেছে অভিনেতার। কানে দুল, ভ্রু-র পাশে আঁকা ট্যাটু, একদম অন্যরকম অবতারে সঞ্জয় দত্ত।

এবার গায়িকা তমালিকার সঙ্গে নাচলেন মডেল ইমতু

২০১৯ সালের ব্লকবাস্টার ‘ইস্মার্ট শঙ্কর’-এর একটি সিক্যুয়াল। ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন রাম পোথিনেনি, আর সঞ্জয়কে ‘বিগ বুল’ নামের চরিত্রে দেখা যাবে। ২০২৪ সালের ৮ই মার্চ হিন্দি, তেলেগু, তামিল-সহ একাধিক ভাষায় মুক্তি পাবে ‘ডবল ইস্মার্ট’।