অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টওয়াচ অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪ আগামী সেপ্টেম্বর মাসে বাজারে আসতে যাচ্ছে। ইতোমধ্যে এই ডিভাইসটি নিয়ে প্রযুক্তিপ্রেমী ও অ্যাপল ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা শুরু হয়েছে। নতুন মডেলটি আগের তুলনায় আরও পাতলা, হালকা ও বড় ডিসপ্লে নিয়ে আসবে বলে জানা গেছে।

আরামদায়ক ও আধুনিক ডিজাইন
অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪–এর ডিজাইন হবে আরও ব্যবহারবান্ধব। বড় স্ক্রিন ও পাতলা বেজেলের কারণে অ্যাপ, নোটিফিকেশন এবং স্বাস্থ্যসংক্রান্ত তথ্য দেখা আগের চেয়ে সহজ ও আরামদায়ক হবে। দীর্ঘ সময় পরলেও হাতে চাপ কম অনুভূত হবে বলে ধারণা করা হচ্ছে।
শক্তিশালী হার্ডওয়্যার
এই স্মার্টওয়াচে যুক্ত হতে পারে অ্যাপলের নতুন S11 চিপ, যা আগের চিপের তুলনায় দ্রুত পারফরম্যান্স ও উন্নত শক্তি ব্যবস্থাপনা নিশ্চিত করবে। পাশাপাশি এটি অ্যাপলের অন্যান্য চিপ—C1X, C1 ও N1-এর সঙ্গে সমন্বিতভাবে কাজ করে আরও মসৃণ অভিজ্ঞতা দেবে।
উন্নত কানেক্টিভিটি সুবিধা
অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪–এ 5G কানেক্টিভিটি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দুর্বল নেটওয়ার্ক এলাকাতেও উন্নত ডেটা স্পিড ও কল কোয়ালিটি পাওয়া যাবে। আগের মডেলের মতো স্যাটেলাইট এসওএস ফিচারও থাকছে বলে ধারণা করা হচ্ছে, যা জরুরি মুহূর্তে ব্যবহারকারীদের জন্য সহায়ক হবে।
দীর্ঘস্থায়ী ব্যাটারি
লো-পাওয়ার মোড ব্যবহার করলে এই স্মার্টওয়াচ একটানা সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত চলতে পারবে। ফলে দীর্ঘ ভ্রমণ বা আউটডোর অ্যাক্টিভিটির সময় চার্জ নিয়ে দুশ্চিন্তা কমবে।
উন্নত স্বাস্থ্য পর্যবেক্ষণ
স্বাস্থ্য মনিটরিংয়ের ক্ষেত্রে নতুন মডেলে উচ্চ রক্তচাপ সতর্কতা (হাই ব্লাড প্রেসার নোটিফিকেশন) যুক্ত হতে পারে। তবে অনেক প্রতীক্ষিত গ্লুকোজ মনিটরিং সেন্সর এই সংস্করণে যুক্ত হওয়ার সম্ভাবনা নেই।
সম্ভাব্য মূল্য ও বাজারজাতকরণ
অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪ আগামী ৪ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হতে পারে। বিশ্লেষকদের মতে, এর সম্ভাব্য মূল্য ৮৪৯ থেকে ৮৯৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩ হাজার থেকে ১ লাখ ১০ হাজার টাকা।
সূত্র: গিকি গ্যাজেটস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


