আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, ভারতীয় সামরিক বাহিনী একযোগে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। শনিবার ভোররাতে চালানো এসব হামলায় লক্ষ্যবস্তু ছিল রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস, পাঞ্জাব প্রদেশের শোরকোটে অবস্থিত রফিকি এয়ারবেস এবং চকওয়াল শহরের মুরিদ এয়ারবেস।
সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, ভারতীয় যুদ্ধবিমান থেকে ছোড়া ‘এয়ার-টু-সারফেস মিসাইল’ দিয়ে এসব হামলা চালানো হয়। তবে, পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, এই হামলায় কোনও ঘাঁটির মূল সম্পদ বা স্থাপনায় ক্ষতি হয়নি—“সব সম্পদ নিরাপদ রয়েছে।”
শোরকোটের রফিকি এয়ারবেসটি লাহোর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত। রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে চকওয়ালের মুরিদ এয়ারবেসেও আঘাত হানে ভারতীয় বাহিনী।
উল্লেখ্য, কাশ্মীর ইস্যু ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা এখন নিয়মিত পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে। দুই দেশের সীমান্তে চলছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পালা, যার ফলে যুদ্ধাবস্থা ক্রমেই ঘনীভূত হচ্ছে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.