খেলাধুলা ডেস্ক : টানা দুই হারে আগেই শেষ বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। আজ ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা রক্ষার। সেটা পাকিস্তানের জন্যও। মোহাম্মদ রিজওয়ানের দলের পরিণতিও নাজমুল হোসেন শান্ত বাহিনীর মতোই।
ফলে এই ম্যাচে জিতলেও কিছু হবে না, হারলেও না। তবে ব্যর্থতার ক্ষতে প্রলেপ লাগাতে দুই দলই শেষ ভালোর আশায়। জয় পেলে তো নিদেনপক্ষে বলা যাবে, খালি হাতে ফিরতে হয়নি!
তবে দুই দলকে খালি হাতে ফেরাতে পারে বৃষ্টি। পাকিস্তানের রাজধানীতে গতকাল বৃষ্টি হয়েছে। বৃষ্টি আসলে হচ্ছে পরশু থেকেই। ফলে এই ম্যাচ ঘিরে দুই দল সেভাবে প্রস্তুতিও নিতে পারেনি।
প্রকৃতিই যেন চাইছে না আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচটা খামোখা মাঠে গড়াক! রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভাবনা আছে আজও। ফলে এই ম্যাচ পরিত্যক্ত হওয়ার ভালো সম্ভাবনা আছে। বৃষ্টি থেমে থেমে জায়গা বের করে দিলে হতে পারে কার্টেল ওভার।
যা কিছুই হোক, বাংলাদেশ-পাকিস্তানের তাতে কিছু যায় আসে না। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে পা রাখা টুর্নামেন্টে যে পরিণতি হলো, তাতে শেষ ম্যাচটা না খেললেই বোধ হয় বেঁচে যায় দুই দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।