আন্তর্জাতিক ডেস্ক : পরিবারের সদস্যরা গিয়ে দেখতে পায় প্রায় ৫০ সেমি মাপের একটি সাপকে সে মুখে কামড় দিয়ে ধরে রেখেছে মেঝেতে খেলছিল দুই বছর বয়সী শিশু। ওই সময় তার সামনে চলে আসে একটি সাপ। শিশুটি সেই সাপকে হাতে ধরে কামড়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সাপটি মারা যায়।
গত ১০ আগস্ট তুরস্কের বিঙ্গোলের কাছে কান্তার গ্রামে এই ঘটনা ঘটে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ঘটনার পরে পরিবারের সদস্যরা ওই শিশুকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় ও পরে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে শিশুটি সুস্থ আছে।
সংবাদ মাধ্যম জানায়, বাড়ির মেঝেতে খেলতে থাকা শিশুটি হঠাৎ কেঁদে ওঠে। পরে পরিবারের সদস্যরা গিয়ে দেখতে পায় প্রায় ৫০ সেমি মাপের একটি সাপকে সে মুখে কামড় দিয়ে ধরে রেখেছে। এতেই সাপটি মারা গেছে।
শিশুটির বাবা মেহমেত এরকান বলেন, আমার মেয়ে খেলছিল। ওই সময় সাপটি ওখানে চলে আসলে আমার সন্তান সেটিকে ধরে ফেলে ও কামড় দেয়। এতে সাপটি মারা যায়। তুরস্কে ৪৫ প্রজাতির সাপের দেখা মেলে। এরমধ্যে ১২টি বিষধর। ওই শিশুর কামড়ে মারা যাওয়া সাপটি বিষহীন ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।