ইইউভুক্ত যে সাত দেশ ইউক্রেন যুদ্ধে জড়ানো নিয়ে নাগরিকদের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: স্বেচ্ছায় ইউক্রেনের হয়ে যুদ্ধে জড়ানোর বিষয়ে নিজ দেশের নাগরিকদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করল ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) সাত দেশ।

এসব দেশ হল- ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, ইতালি, লুক্সেমবার্গ ও বেলজিয়াম।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক বৈঠকের পর বিবৃতি দিয়ে ইউক্রেন যুদ্ধে স্বেচ্ছায় জড়াতে আগ্রহী নিজ দেশের নাগরিকদের সর্বসম্মতভাবে নিরুৎসাহিত করেন এসব দেশের মন্ত্রীরা।
উল্লেখ্য, ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে মঙ্গলবার ৩৪তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। বিগত ৩৩ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

সূত্র: আল-জাজিরা

মেয়ের ধর্ষককে নিজ হাতে কেটে নদীতে ভাসিয়ে দিলেন বাবা