যখন আসেছ তীব্র শীত

Winter

জুমবাংলা ডেস্ক : প্রকৃতিতে শীতের কাঁপন রেখে বিদায় নীল রিক্ত পৌষ। এলো মাঘ। এ মাসেই শীত ঋতুর সমাপ্তি। আজ মাঘের পহেলা দিন। শহরে ততটা তীব্র না হলেও গ্রামীণ জনপদে আক্ষরিক অর্থেই মাঘ এলো শীতের দাপট নিয়ে। ‘শীতের হাওয়ায় লাগল নাচন আমলকির এই ডালে ডালে..’ এমন লঘু দৃশ্যপট ঘুচে গেছে। এবার শীত এসেছে শীতের প্রকৃত চরিত্র নিয়েই। হিমালয় পাদদেশীয় উত্তরাঞ্চলে শীতের ছোবলে কাহিল হয়ে পড়েছে জনজীবন। হিমেল বাতাস শরীরে কাঁটার মতো বিঁধছে।

Winter

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গতকাল তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। শির শির বাতাস সঙ্গে বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশের চালচিত্র কমবেশি শীতে কাহিল। সামনের কয়েক দিন তাপমাত্রা নামতে থাকবে। হাড় কাঁপানো শীতের পূর্বাভাস রয়েছে। মাঘের প্রকৃতি নীরস, শীতে জবুথবু। হয়তো তাই কবি-সাহিত্যিকদের কলমও থমকে যায়। বাংলা সাহিত্যে ঋতু-প্রকৃতি নিয়ে কথার ফুলঝুরি ফুটলেও মাঘের প্রসঙ্গ বড় দুর্লভ। তবে কৃষি ও কৃষকের সঙ্গে এর একটি যোগসূত্র রয়েছে। ‘পৌষের শেষ আর মাঘের শুরু/এর মধ্যে শাইল বোরো যত পারো।’ খনার বচনে বলে—‘যদি বর্ষে মাঘ/গিরস্থের বন্ধে ভাগ (ভাগ্য)। “যদি বর্ষে মাঘের শেষ, ধন্যি রাজার পূণ্যি দেশ”। মাঘে শীত জেঁকে বসে বলে মৌসুমী আয়োজনগুলো আবহমান বাংলার ঐতিহ্যকে আরও সমুন্নত করে রাখে। পুরান ঢাকায় বাঙালির ঐতিহ্যের সাকরাইন ও ঘুড়ি উৎসব মাঘের প্রথমে শুরু হয়ে পরবর্তী কয়েক দিন চলে। কৃষানি-রমণীরা যখন গৃহে ব্যস্ত থাকেন ‘শীতালী’ খাবার পরিবেশনে, তখন হাট-বাজার, ফুটপাতে পেশাদার পিঠাওয়ালা ব্যস্ত হয়ে পড়ে নাগরিকদের রসনা তৃপ্ত করতে। নতুন আলু, শিম, টম্যাটো, ফুলকপি, বাঁধাকপি, লালশাক, পালংশাক, মুলা, শালগম ইত্যাদিতে কাঁচাবাজার ছেয়ে গেছে। ‘ভাপা’, ‘পুলি’, ‘চিতই’, ‘দুধচিতই’, ‘পাটিসাপ্টা’, ‘পাকন পিঠা’, ‘তেলের পিঠা’, ‘ম্যারা পিঠা’, ‘জামাই পিঠা’সহ আরও অনেক নামের ও স্বাদের পিঠায় রসনা বিলাসের আয়োজন চলছে বাড়ি বাড়ি। খেজুর রসের পায়েস আর খেজুর গুঁড়ের মউ মউ গন্ধে মাতোয়ারা আবহমান বাংলা।

গতকাল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহেই দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে একটি শৈত্যপ্রবাহ। ১৯ থেকে ২২ জানুয়ারির মধ্যে মাঝারি ধরনের এই শৈত্যপ্রবাহ হতে পারে। আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।