আন্তর্জাতিক ডেস্ক : খালি চোখে দেখলে মনে হবে টাইলস বসানো ঝাঁ চকচকে শৌচালয়ের দেওয়াল। কিন্তু সেই দেওয়ালের পিছনেই দিনের পর দিন চলছিল যৌনচক্র। পুলিশি অভিযানে ‘পর্দাফাঁস’।
এক বড়সড় যৌনচক্রের পর্দা ফাঁস করল কর্ণাটক পুলিশ। আটক হয়েছেন তিন জন। পুলিশ সূত্রে খবর, একটি হোটেলে ওই চক্রটি চলছিল। হোটেলের একটি শৌচালয়ের আড়ালে ‘কুকীর্তি’ চালাত চক্রটি। শৌচালয়ের টাইলস বসানো ঝাঁ চকচকে দেওয়ালের একটা বিশেষ জায়গায় একটা ছোট্ট দরজা রয়েছে। সেই দরজা দিয়েই নারী-পুরুষ সকলে যাতায়াত করত। ওই দেওয়ালের পিছনেই চলত দেদার যৌনাচার।
A prostitution racket run through a secret hideout built inside a toilet by a hotel was busted by #Chitradurga #Karnataka police.Three people arrested by cops. pic.twitter.com/XYegO1JBOJ
— Imran Khan (@KeypadGuerilla) May 7, 2022
গোপন সূত্রে খবর পেয়ে হোটেলে অভিযানে যায় পুলিস। এরপর ওই শৌচালয়ের দেওয়ালের কাছে যেতেই, অফিসারদের ‘চক্ষুচড়ক গাছ’ হয়ে যায়। দেওয়াল ঠেলতেই খুলে যায় ছোট্ট দরজা। এরপর সেই দরজার উল্টো দল থেকে একে একে বাইরে বেরিয়ে আসে পুরুষ এবং মহিলারা। এই ঘটনায় এখনও প্রযন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিস। যৌনচক্রের এমন অভিনব ভাবনা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন পুলিস কর্মীরা। সোশ্যাল মিড়িয়ায় ভাইরাল ঘটনার ভিডিও।
যে দেশে মহিলারা নিজেদের ব্রা খোলা রাস্তায় ঝুলিয়ে দিতে পারবেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।